নয়াদিল্লি: যাই যাই করেও বা বার ফিরে আসছে করোনা। সেই আবহেই চিকিৎসা বিজ্ঞানে ফের আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। তবে আশঙ্কার কারণ নোভেল করোনাভাইরাস নয়, আকাশে ঘুরে বেড়ানো কালো মেঘ। এই কালো মেঘ এক জায়গা থেকে অন্যত্র ক্ষতিকর ব্যাকটিরিয়া বয়ে নিয়ে যায় বলে ধরা পড়ল একটি গবেষণায় (Cloud Carrying Bacteria)। এক কিলোমিটার বা ১০ কিলোমিটার নয়, মেঘের গায়ে লেগে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য় প্রান্তে ক্ষতিকর ব্যাকটিরিয়া ছড়িয়ে পড়তে পারে বলে দাবি বিজ্ঞানীদের (Science News)।


মেঘের গায়ে লেগেই বিশ্বভ্রমণ!


কানাডা এবং ফ্রান্সের বিজ্ঞানীদের একটি গবেষণায় সম্প্রতি মেঘের মাধ্যমে ব্যাকটিরিয়ার স্থানান্তরিত হওয়ার বিষয়টি সামনে এসেছে। বিজ্ঞানীদের দাবি, মেঘের দ্বারা বাহিত এই সব ব্যাকটিরিয়াকে প্রতিরোধ করার ক্ষমতা নেই ওষুধেরও। দীর্ঘ পথ পেরিয়েও সক্রিয় থাকে এই সব ব্যাকটিরিয়া। তা থেকে ছড়িয়ে পড়তে পারে রোগ।


নয়া এই গবেষণার নেতৃত্বে ছিলেন ফ্রোরেন্ট রসি। সংবাদমাধ্যমে তিনি বলেন, "ভূপৃষ্ঠের উপর, গাছ-গাছালি এবং মাটির উপর মূলত বাস এই সমস্ত ব্য়াকটিরিয়ার। হাওয়ার সংস্পর্শে এসে বায়ুমণ্ডলে মিশে যায়। তার পর মেঘের গায়ে লেগে দীর্ঘ পথ পাড়ি দেয়। গোটা বিশ্ব পরিক্রমণ করে।" সায়েন্স অফ টোটাল এনভায়রনমেন্ট জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে।


আরও পড়ুন: Corona Update: সংক্রমণ-বৃদ্ধির নেপথ্য়ে নতুন ভ্যারিয়েন্ট! করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত ৩


মেঘের গা থেকে সংগৃহীত ব্যাকটিরিয়ার নমুনা পরীক্ষা করেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালে অক্টোবর মাস পর্যন্ত, সমুদ্রপৃষ্ঠের ১ হাজার ৪৬৫ মিটার উচ্চতা থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত মেঘের পুঞ্জ জলে পরিণত করে, তা পরীক্ষা করে দেখা হয়। তাতে প্রতি মিলিলিটারে সর্বনিম্ন ৩৩০ এবং সর্বাধিক ৩০ হাজার ব্যাকটিরিয়ার সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। 


অপরিচ্ছন্নতাকেই দায়ী করা হচ্ছে মূলত


অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটিরিয়া উপজাতিরও হদিশ মিলেছে। এর নেপথ্যে অপরিচ্ছন্নতাকেই দায়ী করা হচ্ছে মূলত। সেই নিয়ে লাগাতার সতর্ক করে আসছিলেন বিজ্ঞানীরা। কিছু কিছু ক্ষেত্রে এই ব্য়াকটিরিয়াগুলিকে নির্মূল করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মেঘের দ্বারা বাহিত হয়ে অন্যত্র পৌঁছনো ব্যাকটিরিয়ার ৫০ শতাংশই সক্রিয় থাকে বলে যদিও দাবি উঠছে, তবে বিপদ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।