নয়াদিল্লি: ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার মন কষাকষির যে জল্পনা চলছে, তার সারবত্তা নেই বলেই মনে করেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সাফ বলেছেন, এ ধরনের সংঘাতের খবর সংবাদমাধ্যমের কল্পনা মাত্র। উল্লেখ্য, একটা সময় তত্কালীন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সহবাগের বনিবনা না থাকার জল্পনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে জায়গা পেত। সেই বীরু বলেছেন, মাঠে রোহিত ও কোহলির দারুণ যোগাযোগ দেখা যায় এবং দুজনের মধ্যে মন কষাকষির মতো কিছু তাঁর চোখে পড়েনি।
সহবাগ বলেছেন, এসব মিডিয়ার তৈরি জল্পনা। ওরা একসঙ্গে ব্যাট করে এবং ক্রিজে থাকলে একে অপরের সঙ্গে কথা বলে। স্লিপে ফিল্ডিংয়ের সময়ও দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাই ওদের মধ্যে কোনও সংঘাত বা বনিবনার অভাব দেখিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগায় ভারতের জয় সম্পর্কে সহবাগ বলেছেন, বর্তমানে বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় দলকে টেস্টে এক নম্বর জায়গায় পৌঁছে দিয়েছে। তিনি বলেছেন, আমাদের ভালো বোলার ছিল না এমন কিন্তু নয়। আমার সময়ে জাভাগল শ্রীনাথ, আশিস নেহরা ও জাহির খানের মতো বোলার ছিল। জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবদের মতো বোলাররা যে ধরনের বোলিং করছে, তা সত্যিই প্রশংসনীয়।
চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে বেন স্টোকসের অবিস্মরণীয় ইনিংসে ভর করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ১-১ করেছে। এ ধরনের পারফরম্যান্স টেস্ট ক্রিকেট ও টেস্ট চ্যাম্পিয়নশিপের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন বলে মন্তব্য করেছেন সহবাগ।