LIVE UPDATES | ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার, মৃত্যু ছাড়াল ৮২ হাজার
করোনায় দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড গড়ে আজও বিশ্বে শীর্ষে ভারত দৈনিক সংক্রমণে এই নিয়ে ৪১ দিন বিশ্বে একনম্বরে ভারত
একদিনে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৬১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৭৯ হাজার ২৯২। দেশে মোট সুস্থ ৩৯ লক্ষ ৪২ হাজার ৩৬১। দেশে মৃত্যুর হার ১.৬৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৮.৫২ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯০ হাজার ১২৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ হাজার ৮১২। দেশে মোট আক্রান্ত ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০।
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ৫০ লক্ষ পার। মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়াল।
দৈনিক সংক্রমণে এই নিয়ে ৪০ দিন বিশ্বে একনম্বরে ভারত। দৈনিক মৃত্যুতে আজও বিশ্বে ভারত শীর্ষে। দেশে বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতাও।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জনের। একদিনে মৃত ১ হাজার ২৯০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৪।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল পুনরায় শুরু করতে সিরাম ইনস্টিটিউটকে অনুমতি দিল ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)।
মঙ্গলবার, পুণের সিরাম ইনস্টিটিউটকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করার অনুমতি দেন ডিসিজিআই ভি জি সোমানি। ইংল্যান্ডে এক স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর ওই ভ্যাকসিনের ট্রায়াল সাময়িক স্থগিত রাখতে সিরাম ইনস্টিটিউটকে নির্দেশ দিয়েছিল ডিসিজিআই।
তবে, অনুমতির সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটকে বলা হয়েছে-- স্ক্রিনিংয়ে আরও বেশি যত্নবান হতে হবে। স্বেচ্ছাসেবীর সম্মতিপত্রে আরও বেশি তথ্য় জানাতে হবে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না তার বিষয়ে আরও বিস্তারিত পর্যবেক্ষণ করতে হবে।
সিরাম ইনস্টিটিউটকে আরও নির্দেশ, কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ঘটলে সেক্ষেত্রে প্রোটোকল অনুযায়ী ডিসিজিআই দফতরকে পূর্ণ বিবরণ জানাতে হবে। সেখানে উল্লেখ করতে হবে, কখন কী কী প্রয়োগ ওষুধ প্রয়োগ করা হয়েছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রয়োগ সাময়িক স্থগিত রাখার নির্দেশ ডিসিজিআই দিয়েছিল সিরাম ইনস্টিটিউট।
গত শনিবার, ব্রিটিশ-সুইডিশ বায়ো-ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভি-১৯ ভ্যাকসিনের ট্রায়াল ইংল্যান্ডে পুনরায় শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -