ঢাকা (বাংলাদেশ) : আনন্দের মুহূর্তে নেমে এল শোকের ছায়া। বিয়েবাড়ির উদ্দেশে যাওয়া নৌকায় বাজ পড়ে মৃত্যু অনন্তপক্ষে ১৭ জনের। ১২ জনের বেশি আহত। বাংলাদেশের উত্তর-পশ্চিমের ঘটনা।


এক পুলিশ আধিকারিক ফরিদ হোসেন জানান, বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে কনের বাড়ি যাচ্ছিল ওই নৌকাটি। শিবগজ্ঞ শহরের কাছে পদ্মা নদীর তীরে তাঁদের নৌকা পৌঁছতেই আচমকা বাজ পড়ে। আমাদের কাছে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর আছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আনুমানিক ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন দমকল আধিকারিক মেহেরুল ইসলাম। আহতদের মধ্যে পাত্রও রয়েছেন।


প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে শতাধিক মানুষের মৃত্যু হয়। ২০১৬ সালের মে মাসে সে দেশে ২০০-র বেশি মানুষের বজ্রপাতে মৃত্যু হয়েছিল। শুধু একদিনেই মারা গেছিলেন ৮২ জন। এর পরও প্রাকৃতিক বিপর্যয় বজ্রপাতে অনেক মৃত্যু দেখেছে বাংলাদেশ। উল্লেখ্য, অধিকাংশ বজ্রপাতই গরমের মাসগুলোতে বিশেষ করে মার্চ থেকে জুলাইয়ের মধ্যে হয়ে থাকে।


বিশেষজ্ঞরা বলেন, একের পর এক বন নিধনের জেরে এভাবে বজ্রপাতের ঘটনা ঘটছে। এর জেরে বহু বড় বড় গাছ আজ উধাও হয়ে গেছে। এই গাছগুলি আগে বাজ পড়লে তা টেনে নিত।


এদিকে সাম্প্রতিক কালে ভারতেও বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়েছে। বিগত বেশ কয়েকবার বাজ পড়ে বিভিন্ন রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। দিনকয়েক আগেই তিন রাজ্যে বজ্রাঘাতে (Lightning) মৃত্যু হয় ৬৮ জনের। রাজস্থানে (Rajasthan) বজ্রাঘাতে মৃত্যু হয় ২০ জনের, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৪১ জনের এবং মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৭ জনের মৃত্যু হয়। রাজস্থানে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করে সেখানকার সরকার। এর পাশাপাশি তিন রাজ্যেই মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।