ভোপাল: শিবরাত্রির প্রার্থনা ঘিরে ধুন্ধুমারকাণ্ড (Shivratri Clashes)। মধ্যপ্রদেশে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। তাতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। দলিত সম্প্রদায়ের মানুষের অভিযোগ, তাঁরা উৎসবে যোগ দিতে গেলে উচ্চবর্ণের লোকজন মন্দিরে ঢুকতে বাধা দেন তাঁদের। তাতেই সংঘর্ষ বাধে (Madhya Pradesh News)।


সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন


মধ্যপ্রদেশের দক্ষিণ-পশ্চিমের খারগন জেলার ছাপরা গ্রামের সানাওয়াড় এলাকার ঘটনা। শনিবার শিবরাত্রি উপলক্ষ্যে স্থানীয় শিবমন্দিরে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। সেখানেই দুই সম্প্রদায়ের মধ্যে ধুন্ধুমার বেধে যায় বলে অভিযোগ। দলিত সম্প্রদায়ের লোকজনকে মন্দিরে ঢুকতে উচ্চবর্ণের লোকজন বাধা দেন বলে অভিযোগ।   


স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। তার পর শুরু হয়ে যায় হাতাহাতি, ধাক্কাধাক্কি। দলিত সম্প্রদায়ের মানুষের অভিযোগ, দলিতদের মন্দিরে প্রবেশ করা নিয়েই ঝামেলা বাধে। শুধু তাই নয়, হাতাহাতির পাশাপাশি দুই তরফে এলোপাথাড়ি ইটবৃষ্টিও শুরু হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: Saumitra Khan:'দল বললে দিল্লিতে ২ মিনিটে ওর বাড়িটা উৎখাত করে দিতে পারি', অভিষেককে হুঙ্কার এবার সৌমিত্র খাঁ-রও


রাজধানী ভোপাল থেকে ওই এলাকার দূরত্ব ২৫০ কিলোমিটার। স্থানীয় পুলিশ আধিকারিক বিনোদ দীক্ষিত জানিয়েছেন, দুই তরফে ইটবৃষ্টি চলে বেশ কিছু ক্ষণ। অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


দলিত সম্প্রদায়ের তরফে দাবি করা হয়েছে, স্থানীয় গুর্জর নেতা ভাইয়ালাল পটেলের নেতৃত্বেই ঝামেলা পাকান তাঁর অনুগামীরা। প্রথমে দলিত মেয়েদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়। ১৭ জন সন্দেহভাজন এবং ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।


দলিত বলে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ


স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, মন্দিরে কারও প্রবেশ আটকানো যাবে না বলে এলাকায় গিয়ে বুঝিয়ে এসেছেন তিনি। তবে একটি বটগাছ কেটে ফেলা এবং বিআর অম্বেডকরের মূর্তি বসানোকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই তপ্ত ছিল ওই এলাকা। গুর্জরদের তরফেও দলিত সম্প্রদায়ের ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


তবে এই প্রথম মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটল না। গত বছর, খারগনের ওই শিবমন্দিরেই ঢোকা নিয়ে ঝামেলা বেধেছিল। মন্দিরের পুরোহিত খোদ শিবরাত্রিতে দলিত কন্যার প্রবেশে বাধা দেন বলে অভিযোগ উঠেছিল। সেই সময় ওই পুরোহিত এবং আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার এক বছরের মাথায় ফের শিবরাত্রিতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।