জেনিভা: করোনা উপশমে নানা পরীক্ষা চলছে কিন্তু কোনওটাই এখনও স্বীকতি পায়নি। জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে হু। তাদের হেলথ এমার্জেন্সিস প্রোগ্রামের টেকনিক্যাল হেড মারিয়া ফন কারখোভে জানিয়েছেন, করোনা সারাতে শয়ে শয়ে ডাক্তারি পরীক্ষানিরীক্ষা বিশ্বজুড়ে চলছে ঠিকই তবে কোনওটারই কার্যকারিত্ব প্রমাণিত নয়।
মারিয়া বলেছেন, এখন যে সব পরীক্ষা চলছে সে সবের ফল আসার জন্য তাঁরা অপেক্ষা করছেন। দেখা হচ্ছে, কীভাবে এই সব ওষুধ কাজ করে, এতে সংক্রমণ বন্ধ হচ্ছে কিনা, কারও রোগ কমছে কিনা, মৃত্যু থামানো যাচ্ছে কিনা। এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তাও দেখা দরকার। কিছু ওষুধের পরীক্ষার জন্য হু সলিডারিটি ট্রায়াল চালু করেছে, আড়াইহাজারের বেশি রোগী এতে নিজেদের নাম নথিবদ্ধ করেছেন।
এখনও পর্যন্ত করোনার কোনও স্বীকৃত চিকিৎসা আসেনি, যে ওষুধগুলির পরীক্ষা চলছে, সেগুলি কেমন কাজ করছে তা দেখতে হবে। জানিয়েছেন তিনি।
হু-র হেলথ এমার্জেন্সিস প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান বলেছেন, উদ্ভাবনী শক্তিকে গুরুত্ব দিতেই হবে, ওষুধ তৈরির জন্য গবেষকদের উৎসাহ দিচ্ছেন তাঁরা। কিন্তু ওষুধ এসে গেলেও তার নিরাপত্তার দিকটি ভাল করে দেখা উচিত, যাতে রোগ সারাতে গিয়ে কোনও ক্ষতি না করে বসা হয়।
পরীক্ষানিরীক্ষা চলছে অনেক কিন্তু করোনার কোনও প্রমাণিত চিকিৎসা এখনও বার হয়নি, বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2020 02:36 PM (IST)
এখনও পর্যন্ত করোনার কোনও স্বীকৃত চিকিৎসা আসেনি, যে ওষুধগুলির পরীক্ষা চলছে, সেগুলি কেমন কাজ করছে তা দেখতে হবে। জানিয়েছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -