শাহ রবিবার হায়দরাবাদে রোহিঙ্গা, বাংলাদশি ইস্যুতে তীব্র আক্রমণ করেন আসাদুদ্দিন ওয়েইসিকেও। হায়দারাবাদে বেআইনি ভাবে বসবাস করছে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গারা-এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে ওয়েইসির মন্তব্য নিয়ে সরব হন শাহ। ওয়েইসি বলেছিলেন, এখানে যদি বেআইনিভাবে রোহিঙ্গারা বসবাসই করে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? পাল্টা শাহ বলেন, অবৈধ বসবাসকারীদের সরিয়ে দিতে হবে এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, ওয়েইসি এটা লিখিত ভাবে জানিয়ে দিন।
শাহ বলেন, আমি ব্যবস্থা নিলে সংসদে হাঙ্গামা করে ওরা (ওয়েইসি ও অন্যরা)। আপনারা এটা দেখেননি? উনি লিখিত ভাবে আমায় বলুন, রোহিঙ্গা, বাংলাদেশিদের বিতাড়ন করতে হবে। তারপর আমি পদক্ষেপ করব। তখন আর নির্বাচনী ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ব্য়াপারটা। সংসদে এ নিয়ে আলোচনার সময় কারা ওদের পক্ষে থাকে, দেশবাসী সেটা জানে।
পাল্টা শাহকে আক্রমণ করে ওয়েইসি বলেন, সম্ভবত ইতিহাসে প্রথম মন্ত্রী উনিই যাঁর নিজের কাজ করতে গেলে এমপির চিঠি লাগে! তিনি আরও বলেন, ওনার নিজের দলই হায়দরাবাদে বেআইনি অনুপ্রবেশকারী থাকার কাল্পনিক কাহিনি তৈরি করেছে আর এখন উনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার সম্মতি চাইছেন! অসমে ‘৪ লাখ উইপোকার’ মতো ওদের অস্তিত্ব আছে শুধু শাহের ছেলেমানুষি কল্পনাতেই আর শুধুমাত্র ভোটের জন্যই।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদে মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। তার প্রচারে হায়দরাবাদে বেআইনি অনুপ্রবেশকারীদের বসবাসের অভিযোগ ঘিরে তীব্র বাদানুবাদে জড়িয়েছে বিজেপি, এআইএমআইএম।