মুম্বই: শাহরুখ খানের টুইটার ফ্যান পেজ এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল পিএম-কেয়ার্সে ১ লাখ টাকা দান করল। টুইটে তারা জানিয়েছে, করোনা তহবিলে তাদের প্রিয় নায়কের একের পর এক সাহায্য দেখে তারাও এই পথে হেঁটেছে।

সঙ্গে দিয়েছে ১ লাখ টাকা ডোনেশনের রসিদের স্ক্রিনশট।

শাহরুখের অন্যান্য অনুরাগীরা এই ফ্যান পেজের কাজে আপ্লুত, টুইটার ভরে গিয়েছে প্রশংসায়। তবে এসআরকে নিজে এখনও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাননি।

শুক্রবার শাহরুখ টুইটারে জানান, তাঁর সংস্থা কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ এন্টারটেনমেন্ট, মীর ফাউন্ডেশন আর রেড চিলিজ ভিএফএক্স- ত্রাণ তহবিলে বেশ কয়েক ধরনের সাহায্য করেছে। তিনি টুইট করেন, এই সময়ে সকলে আপনার জন্য অক্লান্তভাবে কাজ করুক, এটাই দরকার.. হয়তো তাদের সঙ্গে আপনার কোনও সম্পর্ক নেই.. হয়তো আপনাকে চেনেও না.. কিন্তু তারা যে একা নয়, তা বোঝাতে চলুন, আমরাও কিছু না কিছু অবদান রাখি। ভারত ও ভারতীয়রা এক বৃহৎ পরিবার।