ট্রেন্ডিং

প্রকাশ্যে লরিচালকদের থেকে তোলাবাজির অভিযোগ, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

পাকিস্তানের পর্দাফাঁসে এবার কেন্দ্রের হয়ে বিশ্বের দরবারে যাচ্ছেন অভিষেক

বাসে চেপে আসছিল সে, আগেই ওৎ পেতে বসেছিল পুলিশ, চালককে দাঁড় করাতেই যুবকের বস্তা থেকে যা বের হল !

'কোভিড কিন্তু এখনও যায়নি..', সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা, কোথায় দাঁড়িয়ে ভারত ?

'সবাই যোগ্য, একটাই অযোগ্য তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ শুভেন্দুর
সরকারি জমি দখল করে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় ফ্লোর তোলা হয়েছে', আক্রমণ লকেটের
নওয়াজের প্রথম স্ত্রীও এখনও ডিভোর্স পাননি, অভিযোগ আলিয়া সিদ্দিকির, অস্বীকার ভাইয়ের
আলিয়া দাবি করেছেন, নওয়াজদের পরিবারে ৪টি ডিভোর্সের মামলা চলছে, নওয়াজের প্রথম স্ত্রীও এখনও ডিভোর্স পাননি। এছাড়া চলছে আরও ৭টি মামলা।
Continues below advertisement

মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রাক্তন স্ত্রী আলিয়া তাঁর বিরুদ্ধে যে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন, তা অস্বীকার করলেন নওয়াজের ভাই সামাসউদ্দিন সিদ্দিকি। তাঁর দাবি, নওয়াজ ও আলিয়ার মধ্যে মিটমাট করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছেন তিনি। আলিয়ার কাছ থেকে তিনি ২.১৬ কোটি টাকা পান, তা গোপন করার জন্য তিনি নিত্যনতুন অভিযোগ করছেন।
সামাসের বক্তব্য, আলিয়াকে প্রথমবার ছবিতে তিনিই সুযোগ দিয়েছিলেন। আলিয়া অভিনয় করেছিলেন তাতে, তিনি ছিলেন সহ পরিচালক। তাঁকে জোর করে স্বামী-স্ত্রীর ঝগড়ার মধ্যে টানা হচ্ছে। আলিয়া একটার পর একটা সম্পর্কহীন ঘটনা জোড়া লাগানোর চেষ্টা করছেন। এমনকী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও এনেছেন, যা যে কোনও মহিলার পক্ষে আজকাল আনা কোনও ব্যাপারই না। আলিয়া তাঁর এত সব অভিযোগ নিয়ে আদালতে যাচ্ছেন না কেন? উনি পুলিশে অভিযোগ করেছেন ঠিকই কিন্তু পুলিশে অভিযোগ আর আদালতে মামলা- দুটোর অনেক তফাত।
আলিয়া বলেছিলেন, দীর্ঘদিন ধরে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে চলে নওয়াজের পরিবার অথচ সব জেনেও নওয়াজ টুঁ শব্দ করেননি। এ নিয়ে সামাসের বক্তব্য, আলিয়া অভিযোগ এনেছেন তাঁর পরিবারের বিরুদ্ধে, নির্দিষ্ট করে তাঁর বিরুদ্ধে নয়। মূল অভিযুক্ত তাঁদের অন্য ভাই আয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু আলিয়া তো স্বীকার করেই নিয়েছেন, গত ৫ বছর বেশিরভাগটাই তাঁরা আলাদা থাকতেন, তাহলে এই শারীরিক অত্যাচারের কথা উঠছে কী করে। আলিয়া বলেছিলেন, নওয়াজের পরিবার এই সময়টাও তাঁর সঙ্গে এসে মাঝে মধ্যেই থাকত। কিন্তু সামাসের দাবি, আলিয়ার বক্তব্য সম্পূর্ণ মিথ্যে। তাঁদের মা-বোন মুম্বইতে এলে তাঁর কাছেই থাকতেন। তাঁর মুম্বইতে যথেষ্ট বড় বাড়ি রয়েছে।
আলিয়া দাবি করেছেন, নওয়াজদের পরিবারে ৪টি ডিভোর্সের মামলা চলছে, নওয়াজের প্রথম স্ত্রীও এখনও ডিভোর্স পাননি। এছাড়া চলছে আরও ৭টি মামলা। সামাসের বক্তব্য, আলিয়া এই সব অভিযোগ আগে প্রমাণ করুন। টুইটারে কিছু অভিযোগ করা আর তা আদালতে প্রমাণ করার মধ্যে আকাশ পাতাল তফাত। সামাস বলেছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে