নয়া দিল্লি : সরে দাঁড়ালেন শরদ পওয়ার ( Senior Maharashtra politician Sharad Pawar  )। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ( NCP )  র সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ ।


কে হবেন উত্তরসূরি ?   


জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি। তাঁর এই পদ ছাড়ার ঘোষণায় স্বাভাবিক ভাবেই নড়চড়ে বসেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। এনসিপি প্রতিষ্ঠাতার কে হবেন উত্তরসূরি ?   তা নিয়েই আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনীতির অন্দরে।


 ১৯৯৯ সালে এনসিপি প্রতিষ্ঠা করেন শরদ পওয়ার। তারপর থেকেই দলের শীর্ষে তিনিই। এতদিন পর তিনি সরে দাঁড়ালেন। ৮২ বছর বয়সী পওয়ার বলেছেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, 'একজনকে অবশ্যই কোথাও থামার কথা ভাবতে হবে।' 


তিনি আরও বলেন, "রাজ্যসভায় আমার তিন বছরের মেয়াদ বাকি আছে। আমি এখন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এই তিন বছরে আমি রাজ্য এবং দেশ সংক্রান্ত বিষয়ে আরও বেশি মনোযোগ দেব। আমি কোনও অতিরিক্ত দায়িত্ব নেব না" । 


আরও পড়ুন


শরদের পদত্যাগের পর দলের রাশ মেয়ে সুপ্রিয়া সুলের কাছে যাবে ? নাকি দলের দায়িত্ব নেবেন ভাইপো অজিত পওয়ার? এঁদের মধ্যে কে দলের সভাপতি হন, এখন সেটাই দেখার। 


তবে  শরদ পওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও, সক্রিয় রাজনীতি থেকে এখনই অবসর নেবেন না । এমনটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। 


নতুন কোনও অধ্যায় সূচনার ইঙ্গিত ?


সম্প্রতি শরদ পাওয়ারকে নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা সামনে আসে। আদানি ইস্যু নিয়ে যখন সারা দেশ ফুটছে, তখন আদানিকে   প্রকাশ্যেই  সমর্থন জানান পওয়ার। প্রায় সব বিরোধী দলই যখন আদানি-কাণ্ডে সংসদ উত্তাল করেছে,  তখন তাতে আপত্তি প্রকাশ করেন তৎকালীন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। এমনকী হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়েও প্রশ্ন তোলেন পওয়ার। তবে একথাও ঠিক শরদ পওয়ারের সঙ্গে শিল্পপতি আদানির ঘনিষ্ঠতা পুরনো। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক মহলে জল্পনা রটে, তবে কি BJP-র সঙ্গে NCP-র জোট হতে পারে ? এই মুহূর্তে দাঁড়িয়ে শরদের সরে যাওয়া কি নতুন কোনও অধ্যায় সূচনার ইঙ্গিত ?  জল্পনা চরমে।  


আরও পড়ুন : সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?