Share Market Tips: ঘরে বসেই US স্টকে ইনভেস্ট করার সুযোগ ! NSE IFSC (International Exchange)-এর হাত ধরে করতে পারবেন এই কাজ। তবে সেই ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়মবিধি।


Stock Market Investment: কী কী লগ্নি করা যাবে এখানে ?
এই এক্সচেঞ্জে বিদেশি কোম্পানির ইকুইটি শেয়ারের ট্রেডিং, ডিপজিটরি রিসিট, ডেট সিকিউরিটি বা ঋণপত্র, কারেন্সি, ইনডেক্স বা সূচকের ওপরেও বিনিয়োগ করতে পারবেন লগ্নিকারীরা। রয়েছে অপশনের সুযোগ। সব মিলিয়ে ৫০টি আমেরিকার স্টকের ছাড়পত্র পেয়েছে এই এক্সচেঞ্জ। যেখানে Apple, Alphabet, Amazon, Tesla, Microsoft, Morgan Stanley, Nike, 
P&G, Coca-Cola, Exxon Mobil ছাড়াও আরও অনেক শেয়ারের নাম রয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে এই এক্সচেঞ্জে ট্রেড হবে কেবল ৮টি স্টক। যার মধ্যে রয়েছে Amazon, Apple, Alphabet (Google), Netflix, Tesla, Meta (Facebook), Walmart ও Microsoft-এর নাম। 


Investment Tips: আমেরিকার স্টকে বিনিয়োগের সীমা
আমেরিকার স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সীমা বেধেঁ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। Liberalized Remittance Scheme (LRS) অনুযায়ী এই ক্ষেত্রে লগ্নি করতে পারবেন খুচরো বিনিয়োগকারীরা। NSE IFSC-র মাধ্যমে এক বছরে সর্বোচ্চ ২.৫ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করতে পারবেন আমানতকারীরা। সেই ক্ষেত্রে বিনিয়োগ বা ট্রেডিং কারেন্সি হবে মার্কিন ডলার। ন্যূনতম টিকিটের মূল্য রাখা হয়েছে ০.০১ ডলার। রাত সাড়ে ৮টা থেকে পরদিন আড়াইটে পর্যন্ত হবে এই ট্রেডিং ডে'র মেয়াদকাল। 


Share Market Tips: আরও সহজে করতে পারবেন বিনিয়োগ
বর্তমানে দেখতে গেলে মার্কিন স্টকগুলিতে বিনিয়োগের পথটি বেশ কষ্টকর ও ব্যয়বহুল। তবে NSE IFSC সেই পথকে অনেকটাই সহজ করে দিল। মতিলাল ওসওয়ালের মতে,  ভারতীয় বিনিয়োগকারীদের জন্য কম খরচে বেশি বিনিয়োগের সুযোগ দেবে এই এক্সচেঞ্জ। মার্কিন বাজারের দামি শেয়ারগুলি ভগ্নাংশে কিনতে পারবেন আপনি। বিনিয়োগকারীরা GIFT সিটিতে খোলা তাদের নিজস্ব ডিম্যাট অ্যাকাউন্টে ডিপোজিটরি রসিদ রাখতে সক্ষম হবেন। পাশাপাশি রিসিটে স্টক রাখার কারণে কর্পোরেট অ্যাকশন বেনিফিট পাওয়ার অধিকারী হবেন।


Investment Tips: কীভাবে করবেন এই বিনিয়োগ ?
এই বিষয়ে মতিলাল ওসওয়াল জানান,  প্রথমে আপনাকে NSE IFSC-তে রেজিস্টার্ড ব্রোকারদের সাথে ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। বর্তমানে 36 জন ব্রোকারের নাম রেজিস্টার করা রয়েছে এক্সচেঞ্জে। এরপরে আপনাকে স্থানীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে NSE IFSC নিবন্ধিত ব্রোকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে হবে। একবার তহবিল বা পুঁজি আপনার ব্রোকারের অ্যাকাউন্টে স্থানান্তরিত হলেই আপনি NSE IFSC US স্টকগুলিতে ট্রেড করতে পারবেন। 


আরও পড়বে: Share Market Tips: US স্টকে বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর ! আরও কমে পাবেন অ্যাপল-অ্যামাজনের শেয়ার