কলকাতা: প্রবল জনবিক্ষোভের চাপ, তুমুল আন্দোলন। এমন পরিস্থিতিতে মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এসেছিলেন ভারতে। আপাতত এই দেশেই রয়েছেন তিনি। এখান থেকে অন্য দেশে তিনি যেতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তাঁর ছেলে সজীব বলেছিলেন আপাতত ভারতেই থাকবেন তাঁর মা। এবার পিটিআইয়ের প্রতিবেদন সূত্রের খবর- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরে এলেই শেখ হাসিনা ফিরবেন সেদেশে। এখানেই থামেননি- এখন বাংলাদেশে যে তুমুল অরাজকতা চলছে তার জন্য সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তানের আইএসআই-এর দিকে।
পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জানান, ৭৬ বছরের শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনই। কিন্তু রাজনীতিতে ফিরবেন কি না তা অবশ্য স্পষ্ট করেন জানানি তিনি। তাঁর আরও বার্তা, শেখ মুজিবর রহমানের পরিবারের কেউ পালিয়ে যাবেন না বা আওয়ামি লীগকে এই অবস্থায় ছেড়ে যাবেন না।
বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে তার জন্য ভারত সরকার যাতে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করে সেই আবেদনও জানিয়েছেন তিনি।
আজ ইউনূসের শপথ:
বৃহস্পতিবারও অশান্ত ছিল বাংলাদেশ। প্যারিস থেকে ঢাকা ফিরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। আর হিংসা হবে না বলে আশ্বাস। ইউনূসের সঙ্গেই শপথ নিলেই অন্তর্বর্তী সরকারের আরও ১৩জন উপদেষ্টা।
এদিন শপথগ্রহণের পরেই মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে X হ্যান্ডেল এবং ফেসবুকে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'নতুন দায়িত্ব পাওয়ার মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত হোক। দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান