হুগলি: হুগলির কোন্নগরে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়। ব্যানারের নীচে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। ফলে দলের মধ্যে অসন্তোষের আঁচে তৃণমূলের কপালে ফের চিন্তার ভাঁজ পড়েছে।
মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সে জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে ফোঁস করলেও এখনও তৃণমূলেই রয়েছেন। কাজেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাঁর নামে ব্যানার পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, এই ব্যানার দেওয়া বিজেপির কাজ। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, রাজনৈতিক ফয়দা লোটার জন্য এই কাজ। ওরা চাইছে তৃণমূল কর্মীদের মধ্যে সংশয় তৈরি করতে। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল অবশ্য জানিয়েছেন, দলে এখনও শুভেন্দুর অনেক অনুগমী রয়েছেন, তাঁরা এই কাজ করে থাকতে পারেন।
রাজীবের ক্ষোভ প্রশমন করতে আজ ফের তাঁর সঙ্গে বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগের বৈঠক হয় পার্থর নাকতলার বাড়িতে। সেখানে দলের বিরুদ্ধে বেশ কিছু ক্ষোভ রাজীব তাঁর কাছে ব্যক্ত করেন বলে খবর। জানা গিয়েছে, এ ব্যাপারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্থ জানিয়ে দিয়েছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
WB elections 2021: কোন্নগরের নানা জায়গায় শুভেন্দু-রাজীব পোস্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2020 01:42 PM (IST)
রাজীবের ক্ষোভ প্রশমন করতে আজ ফের তাঁর সঙ্গে বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -