নয়াদিল্লি: কোটি কোটি টাকা হাতিয়ে দেশছাড়া হয়েছেন শিল্পপতি বিজয় মাল্য। প্রত্যর্পণের আবেদন জানানো হলেও, এখনও পর্যন্ত ফেরত আনা যায়নি তাঁকে। বরং সপরিবারে দিব্যি রয়েছেন বিদেশে, মাঝেমধ্যে উৎসব-অনুষ্ঠানেও ধরা দেন বিজয় মাল্য। আরও একবার খবরের শিরোনামে তিনি এবং তাঁর পরিবার। নয়া কোনও অভিযোগ নয়, বরং সাতপাকে বাঁধা পড়ছেন বিজয়-তনয় সিদ্ধার্থ মাল্য। একসপ্তাহ ধরে তাঁর প্রাক-বিবাহ এবং বিবাহের অনুষ্ঠান চলবে। (Sidhartha Mallya)
প্রেমিকা জেসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তিনি। জেসমিনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, 'বিয়ের সপ্তাহ শুরু হয়ে গেল'। ছবিতে ফুল দিয়ে বাঁধানো ফ্রেমের পিছনে প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে লিপ্ত তাঁরা। (Sidhartha Mallya Wedding)
২০২৩ সালের হ্য়ালোউইনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ। হ্যালোউইন কস্টিউমে নিজেদের ছবি পোস্ট করে সুখবর জানিয়েছিলেন। রীতি মতো হাঁটুগেড়ে বসে প্রেমিকাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন তিনি। আঙুলে পরিয়ে দেন হিরের আঙটি। সিদ্ধার্থ লেখেন, 'চিরকালের জন্য আমার সঙ্গে বাঁধা পডে গেলে। ভালবাসি। হ্যাঁ বলার জন্য ধন্যবাদ'।
শিল্পপতির ছেলে হওয়ার দরুণ ব্যবসাতেও হাত পাকিয়েছেন সিদ্ধার্থ। অভিনয় এবং মডেলিং-এও নামেন তিনি। মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে দু'টি বইও লিখেছেন। 'If I'm Honest: A Memoir of My Mental Health Journey' নামের বইটিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় বই 'Sad-Glad'-এ নিঃসঙ্গতা নিয়ে লিখেছেন। বাবার কীর্তির জন্য বার বার সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হতে হয়েছে সিদ্ধার্থকে। তিনিই বা কেন ছাড় পাবেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। নিজের সেই অভিজ্ঞতাই বইয়ে তুলে ধরেছেন সিদ্ধার্থ।
IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ডিরেক্টর ছিলেন সিদ্ধার্থ। ২০১৩ সালে কিংফিশারের ক্যালেন্ডার গার্ল খুঁজতে দেখা গিয়েছিল বাবার সঙ্গে। সিদ্ধার্থের জন্ম লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া। লন্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বড় হন। ওয়েলিংটন কলেজ, কুইন মেরি কলেজে পড়াশোনা করেন। রয়্যাল সেন্টার স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতেও কোর্স করেন।বেশ কিছু ছবি এবং টেলিভিশন শো-তে অভিনয়ও করেছেন সিদ্ধার্থ। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে একসময় নাম জড়িয়েছিল সিদ্ধার্থের।