নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রজাতি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য ঘিরে বিতর্ক ছড়াল। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, কোভিড-১৯এর সিঙ্গাপুর ভ্যারিয়েন্টে সবথেকে বেশি ক্ষতি হতে পারে শিশুদের। তবে, সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়ে সিঙ্গাপুর সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বলে কিছু নেই।
তিনি আরও লেখেন, বরং সম্প্রতি করোনা ভাইরাসের যে, ‘B.1.617.2’ প্রজাতির কথা বলা হচ্ছে, তার উত্পত্তি আদতে ভারতেই! এরপরই বিতর্কিত মন্তব্যের জন্য কেজরিওয়ালের সমালোচনা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি ট্যুইটও করেছেন।
ট্যুইটারে তিনি লিখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী ভারত সরকারের হয়ে কথা বলতে পারেন না। দু’দেশের সম্পর্কে তিক্ততা ডেকে আনতে পারে, এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকুন। এবার নেপালে মিলল করোনার তৃতীয় প্রজাতির খোঁজ। মঙ্গলবার নেপাল সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, দেশে বি ওয়ান সিক্স ওয়ান সেভেন টু-র তৃতীয় প্রজাতির সন্ধান মিলেছে।
শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর করোনা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। অবিলম্বে সিঙ্গাপুর বিমান পরিষেবা বন্ধ করা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করে এমনই মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'করোনার একটা নতুন ভ্যারিয়েন্ট এসেছে সিঙ্গাপুরে। শোনা যাচ্ছে, যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভারতে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে কোভিডের এই নতুন স্ট্রেন। সেই কারণে কেন্দ্রীয় সরকারের কাছে আমি দুটি আবেদন রাখছি। ১) অবিলম্বে সিঙ্গাপুর বিমান পরিষেবা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার। ২) শিশুদের ভ্যাকসিনেশনের বিষয়টাও অগ্রাধিকার দিক সরকার।'' হিন্দিতে ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের কাছে এই আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিশ্বের ভ্যাকসিন চিত্র বলছে, এখনও পর্যন্ত কেবল শিশুদের ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। ফাইজার ও বায়োটেকের কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী, ১২-১৫ বছর বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। শোনা যাচ্ছে, কানাডাতেও শিশুদের ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হবে।