করোনা আক্রান্ত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম, অবস্থা অত্যন্ত গুরুতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2020 07:46 AM (IST)
গতকাল চিকিৎসকরা জানিয়েছেন, এসপিবির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
চেন্নাই: দেশবিখ্যাত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম গত মাস থেকে করোনার সঙ্গে লড়ছেন। হাসপাতাল জানিয়েছে, তাঁর অবস্থা ‘এক্সট্রিমলি ক্রিটিকাল’, সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় তাঁকে রাখা হয়েছে। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে ভর্তি রয়েছেন বালসুব্রহ্মণ্যম। হাসপাতাল বুলেটিন বলছে, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে, সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় রয়েছেন তিনি। এসপিবি নামে পরিচিত এই প্রখ্যাত বর্ষীয়াণ গায়কের শরীরে করোনার হালকা লক্ষণ ফুটে ওঠায় অগাস্টের শুরুতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি, বলেছিলেন, একদম ঠিক আছেন। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ১৩ অগাস্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটে পাঠানো হয় তাঁকে। তখন থেকে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। একটা সময় অবস্থার সামান্য উন্নতি হওয়ায় তাঁর প্লাজমা থেরাপি ও ফিজিওথেরাপি হয়। কিন্তু তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি, রয়েছেন ইসিএমও বা এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন সাপোর্টে। তাঁর ছেলে এস পি চরণ ১৯ তারিখ জানান, তাঁর বাবা মুখে খাবার নিতে পারছেন। এতে তিনি হৃত শক্তি ফিরে পাবেন, অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ভালভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু গতকাল চিকিৎসকরা জানিয়েছেন, এসপিবির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।