নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে মোদির পাশাপাশি মমতাকেও তোপ দেগেছেন মহম্মদ সেলিম। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন তিনি। আর একইদিনে দেশের বিরোধী জোটের ডায়াসে পুরো ছবিটাই আলাদা। মূলত বছর পেরোলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই বিরোধী ঐক্যের বার্তা দিলেন ইয়েচুরি। 'ইন্ডিয়া'র বৈঠক শেষে মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, 'রাজ্য ভিত্তিক আসন সমঝোতার প্রক্রিয়া শুরু হতে চলেছে। মোটের উপর আমরা সবাই এক, এতে কোনও দ্বিমত নেই।' 


তিনি এদিন আরও বলেন, 'নির্বাচন কোনও অঙ্ক নয়। নির্বাচন হল, জনগণের সমর্থন জয় করা। মানুষের মধ্যে বিভাজন কমিয়ে আনা, বলে দাবির সিপিএমের সাধারণ সম্পাদকের।






বঙ্গে বেলাগাম হিংসার (Panchayat Poll Violence) অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে নাগাড়ে সুর চড়াচ্ছে সিপিএম-কংগ্রেস। আর তখনই উলটপুরান। কর্নাটকে (Karnataka) একমঞ্চে এসেছিলেন সোনিয়া গাঁধী-সীতারাম ইয়েচুরি-মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-বিরোধিতায় '২৪-এর সাধারণ নির্বাচনকে সামনে রেখে বেঙ্গালুরুর বৈঠকে ২৬ দলের জোটের নতুন নামকরণ এক দৃষ্টান্তই বটে।


এদিন, ইয়েচুরির মুখে বিরোধী ঐক্যের সুর, তখন কার্যতই ধূপগুড়িতে প্রচারে গিয়ে ফের মোদি-মমতা সেটিং-তত্ত্ব নিয়ে নিশানা মহম্মদ সেলিমের (Md. Salim)। তিনি আরও বলেন, 'অনেক সাংসদ আছে, তাঁরা বিজেপির না তৃণমূলের কেউ জানে না । দুর্নীতি হলে ইডি-সিবিআই ডাকবে, আদালত বলবে কেন তদন্ত এগোচ্ছে না। রায়গঞ্জের এইমস মোদি-দিদি সেটিংয়ের কারণে কল্যাণীতে চলে গেছে। তৃণমূলে যারা পচে গেছে, তারাই দিল্লিতে গিয়ে বিজেপি হয়েছে। লুঠের টাকা বিজেপি ও তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে', ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের।


আরও পড়ুন, '১০০ টাকা বাড়িয়ে ২ টাকা কমান..', মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে মোদি-দিদিকে নিশানা অধীরের


তবে যতই বিরোধী জোটে দোস্তির সুর থাকুক, বাংলায় কুস্তির কথা তুলে তোপ দাগতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, 'ওখানে (বাংলায়) কংগ্রেস ও বাম কর্মীরা বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন। কিন্তু, কংগ্রেস ও বাম নেতারা নিজেদের স্বার্থে, তাঁদের কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনারা দেখেছেন, যে কিছু দিন আগেও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়েছে। সেখানে সারা রাজ্যে হিংসা হয়েছে, লাগাতার খুনোখুনি হচ্ছে, এরপরও ওদের সবার (বিরোধীদের) মুখে কুলুপ।'