নয়াদিল্লি: প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় সীতারাম ইয়েচুরির বয়স হয়েছিল ৭২ বছর।


 






সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ার কারণে দিল্লির এইমস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্যসভা সাংসদ। সেখানে বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েকদিন ধরে একাধিক চিকিৎসকের অধীনে অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি।


এইমস-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ১৯ অগাস্ট থেকে নিউমোনিয়ার কারণে দিল্লি এইমসে ভর্তি ছিলেন সীতারাম ইয়েচুরি। ১২ সেপ্টেম্বর দুপুর ৩টে ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। গবেষণার জন্য তাঁর মৃতদেহটি পরিবারের তরফে দিল্লি এইমস হাসপাতালকে দান করা হয়েছে।


আরও পড়ুন: PM Modi at CJI Residence: প্রধান বিচারপতির বাড়ির পুজোয় মোদি, 'সেটিং' তত্ত্ব বিরোধীদের, উঠল RG কর প্রসঙ্গও


সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "শ্রী সীতারাম ইয়েচুরিজি-র প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। তিনি বামদের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবার সঙ্গে যোগাযোগ রাখার ক্ষমতা ছিল। তিনি একজন সক্রিয় সাংসদ হিসেবেও নিজের ছাপ রেখেছিলেন। দুঃখের এই সময়ে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই।" 


 



তাঁর মৃত্যুতে খবর পাওয়ার পরেই শোক প্রকাশ করে আন্তরিক সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, "শ্রী সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছে শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। আমি বর্ষীয়ান সাংসদকে দীর্ঘদিন ধরে চিনতাম। তাঁর মৃত্যুর ফলে জাতীয় রাজনীতিতে খুব বড় ক্ষতি হয়ে গেল। আমি তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের আমার আন্তরিক সমবেদনা জানাই।"  


 






প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে ছানির অপারেশন হয়েছিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। কিছুদিন আগে চোখের চেকআপ করাতে দিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর জ্বর হয়েছিল ও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। শারীরিক পরিস্থিতি দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছিল। তারপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল বর্ষীয়ান সিপিএম নেতার। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবার সেখানে ভর্তি থাকাকালীন প্রয়াত হলেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Crime News: ঘুরতে যাওয়ার পথে আক্রান্ত ২ সেনা অফিসার, সঙ্গী মহিলার উপর নারকীয় অত্যাচার দুষ্কৃতীদের