Indian Army Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) রয়েছে চাকরির সুযোগ। নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে। জানা গিয়েছে, শর্ট সার্ভিস কমিশন কোর্সের (Short Service Commission Course) জন্য নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে এবং সেই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন কেবলমাত্র অনলাইনে। এর জন্য আবেদনকারীদের ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in - এখানে যেতে হবে। মোট ৩৭৯টি শূন্যপদ রয়েছে। গত ১৬ জুলাই, ২০২৪ তারিখে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অগস্ট, ২০২৪। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 


ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশন কোর্সের জন্য আবেদন জানাবেন তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া হতে হবে। ডিগ্রি কোর্সের ইঞ্জিনিয়ারিং পড়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারে রয়েছেন এমন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যাঁরা ফাইনাল ইয়ারে থাকাকালীন আবেদন করবেন, তাঁদের প্রমাণস্বরূপ জমা দিতে হবে ফাইনাল পরীক্ষা দেওয়ার পর প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এক্ষেত্রে সমস্ত সেমেস্টার বা বছরের মার্কশিট জমা দিতে হবে ২০২৫ সালের পয়লা এপ্রিলের মধ্যে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সার্টিফিকেট দেখাতে হবে প্রি-কমিশন ট্রেনিং অ্যাকাডেমি (পিসিটিএ)- তে ট্রেনিং শুরুর তারিখের ১২ সপ্তাহের মধ্যে। 


আবেদনকারীদের বয়সসীমা 


২০ থেকে ২৭বছরের মধ্যে বয়স হলে ভারতীয় সেনাবাহিনীর এই চাকরির জন্য আবেদন জানানো যাবে। আবেদনকারীদের জন্ম ১৯৯৮ সালের ২ এপ্রিল থেকে ২০০৫ সালে ১ এপ্রিলের মধ্যে হতে হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা কর্মী যাঁদের মৃত্যু হয়েছে কর্মরত অবস্থায় তাঁদের বিধবারাও ভারতীয় সেনাবাহিনীর এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। 


ভারতীয় বায়ুসেনাবাহিনীতেও অগ্নিবীরবায়ু পদে হতে চলেছে নিয়োগ 


গত ৮ জুলাই সকাল ১১টা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এই অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হয়ে যাবে আগামী ২৮ জুলাই রাত ১১টায়। ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীরবায়ু নিয়োগের পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসে, ১৮ অক্টোবর থেকে। ভারতীয় বায়ুসেনাবাহিনীতে অগ্নিবীরবায়ু হিসেবে নিযুক্ত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন জানাতে পারবেন। 


আরও পড়ুন- CSIR নেটের পরীক্ষাকেন্দ্র কোথায় পড়েছে ? প্রকাশ্যে সিটি স্লিপ- কী কী বিষয় মাথায় রাখতে হবে ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI