চেন্নাই : ১৩ জুন সোশ্যালিজমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মমতা ব্যানার্জি !


অবাক হচ্ছেন ? তা হওয়ারই কথা। তবে, চিন্তা বেশি প্রসারিত হতে দেবেন না। কারণ, এখনই ছন্দপতন ঘটবে।


কে এ মোহন। তামিলনাড়ুর সিপিআই নেতা। বরাবরের কমিউনিস্ট পরিবার। ৫২ বছরের মোহন ভিল্লুপুরাম জেলা সিপিআইয়ের সম্পাদক। পিপলস ওয়েলফেয়ার অ্যালায়েন্সের হয়ে ২০১৬-র বিধানসভা নির্বাচনে লড়েও ছিলেন। 


সংবাদ সংস্থা IANS-কে তিনি জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়নের যখন কমিউনিজমের খারাপ অবস্থা, তখন অনেকে আমাদের নানা রকম কথা শোনাত। তখন আমার বিয়েও হয়নি। ঠিক করেছিলাম, আমি আমাদের সন্তানদের এমনভাবে নামকরণ করব যাতে এই আদর্শ তাঁদের নামের মাধ্যমে প্রতিফলিত হয়। সেই অনুযায়ী আমি সন্তানদের নামকরণ করি- কমিউনিজম, সোশ্যালিজম এবং লেনিনিজম। আর আমার নাতির নাম দেওয়া হয়েছে মার্ক্সিজম।


এই সোশ্যালিজমের সঙ্গেই বিয়ে মমতার। সংবাদ সংস্থা IANS-কে মোহন-পুত্র সোশ্যালিজম বলেন, আমাদের স্কুলের দিনগুলিতে এরকম বিরল নাম থাকাটা খুব একটা সুখকর ছিল না। এনিয়ে গ্রামে অনেকবার নাজেহাল হতে হয়েছে আমাদের। কিন্তু, যখন আমরা কলেজে উঠি, পরিস্থিতি অনেকটা বদলে যায়। আমরা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসি।   


নূপুর ও রুপোর গয়নার ব্যবসা আছে সোশ্যালিজম ও লেনিনিজমের। কমিউনিজম একজন আইনজীবী। সোশ্যালিজম বলেন, আমি খুশি যে আমার হবু স্ত্রীরও অদ্ভুত নাম-মমতা ব্যানার্জি। যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী। ওঁর বাবা-মা কংগ্রেস সমর্থক। সেই কারণে মমতা ব্যানার্জির নামে মেয়ের নামকরণ করেছেন। যিনি একজন অগ্নিকন্যা ছিলেন এবং আছেন। তৃণমূল কংগ্রেস তৈরির আগে উনি কংগ্রেসে ছিলেন। 


পাত্রী মমতা ব্যানার্জির বাবা ও মায়ের নাম যথাক্রমে- কে পালানিস্বামী এবং পি নীলাম্বল। 


১৩ জুন সোশ্যালিজম ও মমতার বিয়ের অনুষ্ঠান হবে সালেমের কাট্টুরের আমানি কোন্ডালামপট্টি এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তামিলনাড়ু সিপিআইয়ের রাজ্য সম্পাদক আর মুথারাজন ও সহ সম্পাদক কে সুব্বারায়নের। এনিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।