নয়া দিল্লি: বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse) আজ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এটি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। চলতি বছরের ১০ জুন একটি সূর্যগ্রহণ হয়।


একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখনই ঘটে, যখন চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে এবং আমাদের গ্রহে তার ছায়া ফেলে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে। যখন আংশিক এবং বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে, চাঁদ সূর্যের একটি অংশকে আড়াল করে। সম্পূর্ণ সূর্যগ্রহণ শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা ছাড়াও দক্ষিণ মেরুর কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। ভারতে এবার আর এই সূর্যগ্রহণ দেখা যাবে না।


এটি সকাল ১০.৫৯ এ শুরু হবে এবং বিকেল 0৩:০৭ পর্যন্ত চলবে। ৪ ডিসেম্বর সূর্যগ্রহণ NASA লাইভ সম্প্রচার করবে। নাসার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। ভারতীয় সময় (IST) অনুসারে, শনিবার সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১০.৫৯ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হবে দুপুর ১২.৩০ মিনিট থেকে। পূর্ণগ্রাস সম্পন্ন হবে দুপুর ১.০৩ মিনিটে। ১.৩৩-এ পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। ৩.০৭ টায় আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মোট, এটি ৪ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী হবে এই গ্রহণকাল।


 বলা হয়েছে, ২০২১ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছর মোট চারটি গ্রহণ (Eclipse) রয়েছে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং দুটি চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। ইতিমধ্যে তিনটি গ্রহণ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনুরাধা ও জ্যেষ্ঠ নক্ষত্রের অধিপতি বৃশ্চিক রাশিতে ঘটবে। বৃশ্চিক রাশিতে থাকবে সূর্য, চন্দ্র, বুধ ও কেতু। 


জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। রাহুর অবস্থান হবে বৃষ রাশিতে।  রাহু গ্রহের অশুভ দৃষ্টির কারণে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে বলা হচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হবে। সনাতন ধর্মে, সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়ে থাকে। সেইসময় কোনও শুভ বা মাঙ্গলিক কাজ করা হয় না।