সোনম জানিয়েছেন, লন্ডনের রাস্তায় তিনি উবর ট্যাক্সিতে চড়েন। কিন্তু ট্যাক্সিচালক অত্যন্ত দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে। অনিল কপূর কন্যা লিখেছেন, উবরের মুহূর্তগুলি ছিল তাঁর জীবনের সব থেকে ভীতিপ্রদ অভিজ্ঞতা। চালক নেশা করে ছিলেন, সোনমের ওপর প্রচণ্ড চেঁচামেচি করেন তিনি। ভয়ে তিনি এখনও কাঁপছেন। তাঁর অভিজ্ঞতা, গণ পরিবহণ আর এমনি ট্যাক্সিই সব থেকে নিরাপদ।
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। আনন্দের বেশিরভাগ ব্যবসাই লন্ডন কেন্দ্রিক, সেখানে বেশি সময় থাকেন তিনি। ফলে সোনমও এখন বছরের অনেকটা সময় থাকেন লন্ডনে। গত বছর দুটি ছবি মুক্তি পায় সোনমের, এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আর জোয়া ফ্যাক্টর। দুটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।