নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে চীনা পণ্য বর্জন করার যে হাওয়া দেশ জুড়ে বইছে তার ছোঁয়া এসে লেগেছে কর্পোরেট সেক্টরেও। তারই অঙ্গ হিসেবে জেএসডবলিউ গ্রপ ঘোষণা করল যে তারা চীন থেকে আমদানি বিপুল পরিমাণে কমিয়ে ফেলবে। এর আর্থিক মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার। আগামী দুই বছরের মধ্য়ে তারা চীন থেকে আমদানির পরিমাণ শূন্যে নামাবে বলে জানিয়েছে।  এই  সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন  ইঞ্জিনিয়ার থেকে শিক্ষা সংস্কারকে রূপান্তরিত সোনম ওয়াংচুক। তিনি বলেছেন , ভারতীয়দের এখন চীনা পণ্য বয়কট করা উচিত। দেশের স্বার্থে এটা এখন খুবই জরুরি পদক্ষেপ বলে মনে করছেন তিনি। চীনের পণ্য বয়কট করলে চীনের অর্থনীতিতে যে মারাত্মক ধাক্কা লাগবে সে কথা উল্লেখ করে তাঁর খোঁচা, বর্ডারে বুলেটের প্রতিশোধ নেওয়া যেতে পারে ওদের ওয়ালেটে টান ধরিয়ে। প্রসঙ্গত, গত সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় চিনা হামলায়  প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। আহত হন আরও কয়েকজন।   সীমান্তে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সম্প্রতি  লাদাখ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং সেনা কর্তারা তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।