মুম্বই: তারকা সন্তানদের পক্ষে বলিউডে কাজ পাওয়া সোজা। কিন্তু যাঁরা বাইরে থেকে এসেছেন, তাঁদের পক্ষে পরিস্থিতি মোটেই সহজ নয়। স্বজনপোষণ বিতর্কে এবার নিজের মতামত দিলেন সোনু সুদ।


সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে ফের মাথাচাড়া দিয়েছে স্বজনপোষণ বিতর্ক। সুশান্তকে সোনু বর্ণনা করেছেন কঠোর পরিশ্রমী তরুণ বলে। তিনি বলেছেন, যখন বাইরের কেউ চোখে স্বপ্ন নিয়ে বলিউডে আসেন, চোখে পড়ার মত কিছু করেন, তখন আমাদের ভীষণ গর্ব হয়, প্রত্যেক নবাগত আশার আলো দেখেন। কিন্তু যখন সুশান্তের ঘটনার মত কিছু ঘটে, আমাদের হৃদয় ভেঙে যায়। বলিউডের চাপ মিথ্যে নয়, সোনু জানিয়েছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই শহরে আসছেন, তাঁদের মধ্যে খুব অল্পই বড় ব্রেক পান। যিনি বহিরাগত তিনি সব সময় বহিরাগত।

নিজের কথা বলতে গিয়ে সোনু বলেছেন, আমি যখন মুম্বই আসি, আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি ছিল। তাই ভেবেছিলাম, আমার প্রতি লোকের দৃষ্টিভঙ্গিও ছিল আলাদা। কিন্তু তা হয়নি। কোনও প্রযোজক-পরিচালকের অফিসে ঢুকতে পারিনি আমি। প্রথম ৬-৮ মাসেই বুঝে যাই, সামনে দীর্ঘ লড়াই রয়েছে।

সলমন খান থেকে জ্যাকি চান- বহু নামী দামীর সঙ্গে অভিনয় করেছেন সোনু। বহিরাগতদের প্রতি তাঁর উপদেশ, যদি স্নায়ু ইস্পাতের হয় তা হলেই এখানে এস। অবিশ্বাস্য কিছু ঘটবে বলে আশা কর না। শুধু তোমাকে ভাল দেখতে বা সিক্স প্যাক বানিয়েছ বলেই কোনও প্রযোজনা সংস্থা তোমাকে তাদের পরের ছবিতে নেবে, এমনটা কখনওই নয়। তাঁর কথায়, এদিকেই এগিয়ে তারকা সন্তানরা। তাদের কাছে সবটাই সহজ। বাবা শুধু ফোনটা তুলে কোনও পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা বলে দেবেন, আর তারা ছবি পেয়ে যাবে। যদি কাল আমার ছেলেমেয়েরা বলিউডে আসতে চায়, হয়তো ওদের পক্ষেও কাজ পাওয়া সোজা হবে। অকপটে সোনু বলেছেন।