নারদকাণ্ড: সিবিআই দফতরে সৌগত রায় ও মদন মিত্র, সময় চেয়ে আদালতের দ্বারস্থ ইকবাল আহমেদ
Web Desk, ABP Ananda | 03 Sep 2019 12:52 PM (IST)
সিবিআই সূত্রে খবর, নারদ তদন্তে তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হচ্ছে আজ। তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে আজ সিবিআই দফতরে ডাকা হয়।
কলকাতা: নারদকাণ্ডে এবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে সৌগত রায় ও মদন মিত্র। সিবিআই সূত্রে খবর, নারদ তদন্তে তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হচ্ছে আজ। তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে আজ সিবিআই দফতরে ডাকা হয়। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পর সৌগত রায় বলেন, ২ বছর পর সিবিআই ডেকে পাঠিয়েছে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে চার্জশিটের জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে কিছু জানা নেই। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে শারীরিক অসুস্থতার কথা জানান। প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হবে বলে সিবিআই সূত্রের খবর। অন্যদিকে নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সিবিআই দফতরে হাজিরা নিয়ে তিন সপ্তাহের সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ইকবাল আহমেদ। ‘শারীরিক কারণে এখনও হাজিরা দিতে পারবেন না, সেইজন্য সময় দেওয়া হোক’ বলে আদালতে আবেদন জানিয়েছেন তৃণমূল বিধায়ক।