কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। বুধবার তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর,মঙ্গলবারের তুলনায় তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের কথায় তিনি সাড়া দিচ্ছেন, চোখ খুলছেন।গত ২৪ ঘণ্টায় সৌমিত্রবাবুর জ্বর আসেনি।


ফুসফুসে কোভিড সংক্রান্ত সংক্রমণ আর বাড়েনি। মূত্রনালিতে সংক্রমণও কিছুটা ঠেকানো গেছে। চিকিৎসকদের মতে, অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে। ঝুঁকি এড়াতে সৌমিত্রবাবুকে মাঝে মাঝে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।

বর্ষীয়ান অভিনেতার মেয়ে পৌলমী ফেসবুকে লিখেছেন, বাবা আরও কিছুটা স্থিতিশীল...মঙ্গলবারের তুলনায় ১% বেশি ভাল আছেন। আমি খুশি...বুধবার আরও কিছু টেস্ট হয়েছে। বৃহস্পতিবার বা তারপরই রিপোর্ট পাব...প্রার্থনা এবং ভালবাসার জন্য সকলকে ধন্যবাদ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়বিক অবস্থা চিন্তায় ফেলেছিল চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর,

মঙ্গলবারের তুলনায় বুধবার তাঁর স্নায়বিক অবস্থা ভাল। কোভিড এনসেলোপ্যাথি ও মেটাবলিক এনসেলোপ্যাথির কারণে অস্থিরতা, তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে। তবে মঙ্গলবারের তুলনায় তা কিছুটা কম।

রক্তচাপও স্বাভাবিক। ফের একবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেরেব্রো স্পাইনাল ফ্লুইড-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।

৬ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ার পর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউতে ভর্তি। বুধবার দ্বিতীয় কোভিড টেস্টের জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রক্তের বেশ কিছু পরীক্ষাও হয়েছে। মোট ১৯ জন চিকিৎসকের একটি দল তাঁকে দেখছেন। তাঁদের আশা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার এরকম উন্নতি বজায় থাকলে, সময় লাগলেও তাঁকে সঙ্কট থেকে বার করে আনা সম্ভব হবে।