কালিস আরও জানিয়েছেন, তাঁর এই সাহসী উদ্যোগে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ৪,৮০,০০০ র্যা ন্ড সংগ্রহ হয়েছে।
পুরুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য নভেম্বরটা সাধারণত পুরুষরা গোঁফ রাখেন। সেখানে কালিস অর্ধেক দাড়ি ও গোঁফ ছেঁটে ছবি পোস্ট করলেন মহত্ উদ্দেশে।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও গন্ডার সংরক্ষণের সমর্থক ও গলফ প্লেয়ার। এই সাহসী পদক্ষেপের জন্য অন্যান্যদের মতো তিনিও কালিসের প্রশংসা করেছেন।
কালিসের অনুরাগীরাও তাঁকে তাঁর উদ্যোগের বিষয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আমার বলেছেন, এই দ্বৈত রূপ কালিসের খেলার দিনগুলির কথাই মনে করিয়ে দিচ্ছে, সেখানে ব্যাট ও বল-উভয় ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন।
১৬৬ টেস্ট, ৩২৮ একদিনের ম্যাচ ও ২৫ টি ২০ ম্যাচ খেলার পর ২০১৪-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কালিস।
প্রায় ১৯ বছরের কেরিয়ারে সব ধরনের ফরম্যাটে মোট ২৫,৫৩৪ রান করেছেন। টেস্টে ১১,৫৭৯, একদিনের ক্রিকেটে ১৩,২৮৯ এবং টি ২০ তে ৬৬৬ রান করেছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক কেরিয়ারে ৫০০-র বেশি উইকেট রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে ২৯২, টেস্টে ২৭৩ এবং টি ২০ তে ১২ উইকেট নিয়েছেন তিনি।