তবে মিঠুনের কীর্তি বেশ বিরল। কারণ, প্রথম বোলার হিসাবে ভারতের ঘরোয়া ক্রিকেটের তিন ফর্ম্যাটে তিন সেরা টুর্নামেন্টেই – রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের নজির করা হয়ে গেল তাঁর। একসময় ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৫টি ওয়ান ডে খেলা মিঠুন শুক্রবার হরিয়ানা ইনিংসের ২০তম ওভারে পাঁচ উইকেট নেন। তাঁর ওভারের প্রথম ৪ বলে ফিরে যান হিমাংশনু রানা, রাহুল তেওয়াটিয়া, সুমিত কুমার ও অমিত মিশ্র। পরের বলটি ওয়াইড করেন তিনি। ওভারের পঞ্চম বলে একটি সিঙ্গল নেন ব্যাটসম্যান। এরপর শেষ বলে ফের একটি উইকেট তোলেন মিঠুন। ফিরে যান জয়ন্ত যাদব। ১৯তম ওভারের শেষে হরিয়ানার স্কোর ছিল ১৯২/৩। ২০তম ওভারের শেষে তাদের স্কোর দাঁড়ায় ১৯৪/৮।
৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে কর্নাটক। মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেন করতে নেমে কে এল রাহুল ৩১ বলে ৬৬ রান করেন। অপর ওপেনার দেবদূত পরিক্কল ৪২ বলে ৮৭ রান করেন।
দেখুন মিঠুনের সেই অবিশ্বাস্য ওভার