দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের তপনের জামালপুরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুনের অভিযোগ। জমি-বিবাদে প্রতিবেশীদের হাতে খুন বলে দাবি পরিবারের।
নিহতদের মধ্যে রয়েছেন গৃহকর্ত্রী উলু বর্মন, তাঁর ছেলে-বৌমা অনু ও মল্লিকা এবং ওই দম্পতির দুই ৮ ও ১১ বছরের দুই মেয়ে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল। তার জেরেই খুন বলে অভিযোগ।
আজ সকালে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। পরে পুলিশ গিয়ে ৫টি মৃতদেহ উদ্ধার করে। কী কারণে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্তারিত একটু পরেই....