Chicago Airport: একটুর জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন অসংখ্য যাত্রী। রানওয়েতে ল্যান্ডিংয়ের সময়ই ঘটে যেতে পারত বিরাট সংঘর্ষ, মার্কিন একটি বিমানের একেবারে সামনেই চলে এসেছিল একটি জেট বিমান। শেষ মুহূর্তে পাইলটের তৎপর সিদ্ধান্তে প্রাণ বাঁচল সকলের। শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে (Southwest Airliner) ঘটেছে এই দুর্ঘটনা। মঙ্গলবার সকালে এই বিমানবন্দরের রানওয়েতেই নামার সময় সিদ্ধান্ত (Chicago Airport) বদল করে নেয় মার্কিন বিমান এবং তার সামনে চলে আসে একটি প্রাইভেট জেট বিমান। আরেকটু হলেই মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা ছিল।


সম্ভাব্য দুর্ঘটনা থেকে বাঁচতে সেই মার্কিন বিমানের পাইলট এবং অন্যান্য ক্রু সদস্যদের সিদ্ধান্তে সাউথ ওয়েস্ট ফ্লাইট ২৫০৪ কিছুক্ষণ আকাশে ঘোরে এবং তারপর সফলভাবে অবতরণ করে। এমনটাই জানিয়েছে সাউথওয়েস্ট বিমান কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএন অনুসারে, ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই বিষয়ে তদন্ত করছে এবং জানা গিয়েছে স্থানীয় সময় সকাল ৮.৫০ নাগাদ এই ঘটনা ঘটেছে।


ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি প্রাথমিক বিবৃতিতে জানিয়েছে যে কোনও অনুমতি ছাড়াই সেই বাণিজ্যিক জেট বিমানটি রানওয়েতে চলে এসেছিল। রিপোর্ট অনুযায়ী সাউথওয়েস্ট বিমানটি নেব্রাস্কার ওমাহা থেকে আসছিল এবং সেই ব্যক্তিগত জেট বিমানটি (বোম্বারডর চ্যালেঞ্জার ৩৫০) যাচ্ছিল টেনেসির নক্সভিলের দিকে।


বিমানবন্দরের ফুটেজ থেকে দেখা যাচ্ছে সাউথওয়েস্ট বিমানটি রানওয়েতে নামার ঠিক আগে আগেই পুনরায় অন্যদিকে উড়ান নেয় এবং আকারে ছোট ফ্লেক্সজেট বিমানের উপর দিয়ে ফের আকাশে ওড়ে। সংবাদসূত্রে জানা গিয়েছে, সাউথওয়েস্ট বিমানের থেকে মাত্র ২০৫০ ফুট দূরে এসে পড়েছিল জেট বিমানটি। আর সেই জন্য সংঘর্ষ এড়াতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে বিমানকে ফের আকাশে উড়িয়ে নেন পাইলট। সাউথওয়েস্ট বিমান কর্তৃপক্ষের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বিমানের ক্রু সদস্যরা সমস্ত নিরাপত্তা বিধি মেনেছিলেন এবং বিমানটি অবশেষে সমস্যা ছাড়াই অবতরণ করে। সাউথওয়েস্টের কাছে তাদের গ্রাহক এবং কর্মীদের সুরক্ষা ছাড়া অন্য কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়।'



কিছুদিন আগেই কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় উলটে গিয়েছিল একটি যাত্রীবোঝাই বিমান। বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছিল, তা শিউরে ওঠার মতো। কারণ বরফে ঢাকা বিমানবন্দরে উল্টে পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। চাকা আকাশের দিকে, ডানা, ইঞ্জিন ভূপতিত। টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনার নেপথ্যে একাধিক সম্ভাব্য কারণ সামনে এলেও, দুর্ঘটনার আগে আবহাওয়াজনিত কারণে একাধিক বিমান বাতিল করা হয় সেখানে।


আরও পড়ুন: Private School Fees: বছরে ৩০ শতাংশ হারে বেতন বাড়াচ্ছে এই শহরের স্কুলগুলি, খরচ জোগাতে নাজেহাল অভিভাবকরা; অভিযোগ দায়ের