কলকাতা: জল্পনা উস্কে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধে নাগাদ তৃণমূল মহাসচিবের বাড়িতে যান তাঁরা।
গতকাল রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু হয়েছে। গতকালই তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল মহাসচিবের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ৮টা ২৫ নাগাদ পার্থর বাড়িতে পৌঁছন শোভন-বৈশাখী। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পার্থর বাড়িতে থাকেন তাঁরা। এদিন সন্ধে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছনোর পরই তৃণমূল মহাসচিবের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাইরে দাঁড়িয়ে প্রথমে কথা বলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর তাঁদের নিয়ে ভেতরে যান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, যে ঘরে তাঁরা বসে কথা বলছিলেন সেখানে তৃতীয় কোনও ব্যক্তি ছিলেন না।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী বলেন "মুখ্যমন্ত্রী ওঁর বাকি তিন সহকর্মী বিষয়ে যতটা চিন্তিত ছিলেন, শোভনের ক্ষেত্রেও ততটাই ছিলেন। শোভন গ্রেফতার হওয়ার পরে মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন। এই জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের আন্তরিকতার সম্পর্ক। তিনি শোভনের পরিবারের সদস্যের মতোই। একটা টালমাটাল নির্বাচন পরই উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওঁর থেকে অনেক আশা আছে। শোভনের কাছে দিদিমণির স্থান অথবা দিদিমণির কাছে কাননের স্থান কখনই বদলাবে না।" একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতার সুর শোভনের গলাতেও। কবে সক্রিয় রাজনীতিতে ফিরবেন শোভন চট্টোপাধ্য়ায়? ফিরলে কোন দলে ফিরবেন? জল্পনা জিইয়ে রেখে বৈশাখী এদিন বলেন, "আমি মনে করি সক্রিয় রাজনীতিতে দ্রুত ফিরে আসলে তাতে উনি নিজেও ভাল থাকবেন।" কোনও দলের নাম উল্লেখ না করেই, বৈশাখী বলেন, "আমি দেখেছি কঠিন সময়ে কোনও দল নির্বিশেষে শোভন চট্টোপাধ্যায়ের পাশে থেকেছে সাধারণ মানুষ। যে অধ্যায় শেষ করে দিয়েছি, সেদিকে ফিরে তাকানোর জায়গা নেই।"
কেন জল্পনা? প্রায় দুবছর পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক হয় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। ২০১৯ সালের জুলাই মাসে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন তৃণমূল মহাসচিব। যদিও তারপরেও বিজেপিতে যোগদান করেন শোভন-বৈশাখী। কখনও সক্রিয়, কখনও নিষ্ক্রিয় থাকলেও, বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি ত্যাগ করেন তাঁরা। ভোট মেটার পর সিবিআই ৪ হেভিওয়েটকে গ্রেফতার করার পর সেখানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে শোভন, বৈশাখী বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি তাঁদের কৃতজ্ঞতা বেড়েছে। এমনকী ফেসবুক লাইভেও সে কথা বলেছেন তাঁরা। আর এরইমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। গতকালই রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তৃণমূল মহাসচিবের বাড়িতে। আর এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-বৈশাখীর যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা।