পার্টি-সুপ্রিমো অখিলেশ যাদবের নির্দেশে এ-কথা জানিয়েছেন বিধায়ক রাজপাল কাশ্যপ।
মোতিপুর তেহসিল নিবাসী শিশুর পরিবারের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে। শনিবার জানতারা নামের এক মহিলা শিশুটির জন্ম দেন ভারত-নেপাল সীমান্তের 'নো ম্যান'স ল্যান্ড'-এ। তার নাম রাখেন বর্ডার।
সম্প্রতি এক ট্যুইটে অখিলেশ লেখেন, কেউ এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে সত্যিকারের চিঠি লিখবেন? ট্যুইটে তিনি উল্লেখ করেন ভারত-নেপাল সীমান্তে জন্মনো 'বর্ডার' এর কথা। সেই সঙ্গে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে জন্মানো 'অঙ্কেশ' ও 'লকডাউন'-এর কথাও।
মোদি সরকারের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে যে চিঠি লেখেন, তাকে কটাক্ষ করেই অখিলেশের এই টুইট বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। তিনি লেখেন, গত ৬ বছরে দেশের দুর্দশার কথা না লিখে, বিজেপির সাদা পাতা জমা করা উচিত।