কলকাতা: আগামী রবিবার ২৮ এপ্রিল জয়েন্ট্র এন্ট্রান্স (Joint Entrance examination) পরীক্ষা হবে কলকাতায় (Kolkata)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের (WBJEE) অধীনে হতে চলা এই পরীক্ষা উপলক্ষে কলকাতায় অতিরিক্ত পাঁচ জোড়া ট্রেন (Extra train) চালানোর কথা ঘোষণা করল মেট্রো রেলওয়ে (Metro Railway) কর্তৃপক্ষ। এর ফলে উপকৃত হবেন অনেক পরীক্ষার্থী।


অতিরিক্ত ট্রেন চালানোর বিষয়ে কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন। তাতে তিনি বলেন, "আগামী রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে কলকাতায়। পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওইদিন অতিরিক্ত পাঁচজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। অন্য সময় প্রতি রবিবার আপে ৬৫ এবং ডাউনে ৬৫, সারাদিনে মোট ১৩০টি বা ৬৫ জোড়া ট্রেন চালানো হয় কলকাতায়। কিন্তু, আগামী রবিবার ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উপলক্ষে আপ ও ডাউনে ৭০টি করে মোট ১৪০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার সাধারণত সকাল ৯টা থেকে ট্রেন চালানো শুরু হলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে ২৮ তারিখ সকাল সাড়ে আটটা থেকে দমদম ও গড়িয়া সহ প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে চালু হবে মেট্রো চলাচল। তবে রাতে সময়ের কোনও পরিবর্তন হচ্ছে। যেখানে যে সময়ে অন্য রবিবার  শেষ ট্রেন থাকে সেখান থেকে একই সময়ে মেট্রো পাওয়া যাবে। অন্যান্য রবিবার যেরকম চলে সেরকমই চলবে।"


প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শনিবার অর্থাৎ ২৭ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। গত মাসে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা শুরু হলেও খুব একটা যাত্রী হচ্ছে না এই রুটে। তাতেও এই করিডোরের বাকি অংশের কাজ চলছে। 


কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের আশা, বেলেঘাটা পর্যন্ত ট্রেন চালানো হলে এই রুটে যাত্রী সংখ্যা বাড়তে পারে। আপাতত বেলেঘাটা পর্যন্ত পরীক্ষামূলক পরিষেবা শুরু হচ্ছে। তবে মেট্রো কর্তৃপক্ষ বলছে, এর মানেই যে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে তা কিন্তু নয়। 


আরও পড়ুন: Calcutta High Court:'অস্ত্রোপচার সফল হলেও রোগী মৃত', গার্ডেনরিচ-কাণ্ডে পুরসভার রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।