পন্থের কিপিংয়ের উন্নতি ঘটাতে বিশেষজ্ঞ কোচ নিয়োগ করা হবে, বললেন এমএসকে প্রসাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2019 09:21 PM (IST)
এক বিশেষজ্ঞ কোচের অধীনে অনুশীলন করবেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ এ কথা জানিয়েছেন। উইকেট কিপিংয়ের মানের উন্নতি ঘটাতে তাঁকে সাহায্য করতে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রসাদ।
নয়াদিল্লি: এক বিশেষজ্ঞ কোচের অধীনে অনুশীলন করবেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ এ কথা জানিয়েছেন। উইকেট কিপিংয়ের মানের উন্নতি ঘটাতে তাঁকে সাহায্য করতে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রসাদ। কিছুদিন আগেই ভারতের প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরের কাছে অনুশীলন করেছিলেন তিনি। কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের শেষ তথা চূড়ান্ত ম্যাচে কয়েকটি সুযোগ হাতছাড়া করায় সমর্থকরা তাঁর সমালোচনা করেছেন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতের স্কোয়াড বেছে নেওয়ার পর প্রসাদ সাংবাদিকদের বলেছেন, পন্থের কিপিং দক্ষতার উন্নতির প্রয়োজন রয়েছে। একজন বিশেষজ্ঞ উইকেটরক্ষক কোচের কাছে ওর অনুশীলনের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য,প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও টিম ম্যানেজমেন্ট কিন্তু পন্থের পাশেই রয়েছে। কিন্তু স্থির হয়েছে যে, পন্থের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নজর দিতে হবে। পন্থের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তী প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারাও। তিনি বলেছেন, ওর বয়স ২১-২২। ওর ওপর অপ্রয়োজনীয় চাপ রয়েছে। ২১ বছর বয়সে আমি এতটা চাপে ছিলাম না। ওকে ওর মতো খেলতে দেওয়া উচিত। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও পন্থকে অবিরাম সমালোচনার শিকার হতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।