বিকানের: পাকিস্তান সীমান্ত দিয়ে চোরাচালনকারীদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুজন চোরাচালানকারী নিহত হয়েছে। বুধবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার সীমান্তে এই ঘটনা ঘটেছে। নিহতদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী।


বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল শ্রীগঙ্গানগরের খায়ালিওয়ালায় সীমান্তের ওপার থেকে মাদক-পাচার হবে। তিনি বলেন, ’’সেপ্টেম্বর ৮-৯ তারিখ মাদক পাচার হতে পারে এই খবর পাওয়ার পরই ওই এলাকায় টহলরত বাহিনীকে সতর্ক করা হয়। অনুপ্রবেশকারীরা সশস্ত্র ছিল। ফলে বিএসএফ গুলি চালায়, মৃত্যু হয় দুই পাচারকারীর।‘‘ ওই বিএসএফ অফিসার জানিয়েছেন, তল্লাশি করে দুটি পিস্তল, গোলাবারুদ, আট প্যাকেট মাদক, নাইট ভিশন ডিভাইস এবং পাকিস্তানি মুদ্রায় ১৩ হাজার টাকা পাওয়া গিয়েছে। নিহত এক ব্যক্তির পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তার নাম শাহবাজ আলি। ওই এলাকায় তল্লাশি শুরু করেছে বিএসএফ।


ওই এলাকায় অনুপ্রবেশকারীদের আটকাতে গত তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার গুলি চালাল বিএসএফ। এর আগে পঞ্জাবের তরন তারন জেলার একটি গ্রামে পাকিস্তানের সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাচারকারীরা। সেই সময় বিএসএফের গুলিতে পাঁচ জন নিহত হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল বিএসএফ।