সুইডেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রোনাল্ডো যে দু’টি গোল করেছেন, তা দেখে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। বিশেষ করে ফ্রি-কিক থেকে করা চমকপ্রদ গোলটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই পারফরম্যান্সের পর রোনাল্ডো বলছেন, ‘আমি কারও কথায় কান দিই না। যে কেউ মতামত প্রকাশ করতেই পারে। আমি জানি, এই স্টেডিয়ামে (ফ্রেন্ডস এরিনা) এর আগেও ভাল পারফরম্যান্স দেখিয়েছি, যদি খেলি, তাহলে ফের ছাপ ফেলব। আমি কারও প্ররোচনায় পা দিই না। আমার কেরিয়ারই আমার হয়ে কথা বলে। আমার কারও কাছে নিজেকে প্রমাণ করার নেই। আর যদি প্রমাণ করতেই হয়, তাহলে সেটা মাঠে করি।’ নিজের শততম গোল প্রসঙ্গে এই ফুটবলার বলছেন, ‘আমি খুব খুশি। কারণ, প্রথমত, দল জিতেছে, যেটা আমাদের লক্ষ্য ছিল। দ্বিতীয়ত, আমি ১০০ ও ১০১ নম্বর গোল করলাম। এই দুটো গোল করে আমি খুব খুশি।’ করোনা আবহে ক্লাব ফুটবলের মতোই আন্তর্জাতিক ফুটবলও চলছে দর্শকশূন্য মাঠে। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন রোনাল্ডো। তাঁর মন্তব্য, ‘দর্শক ছাড়া খেলা ক্লাউনবিহীন সার্কাসের মতো। বাগানে গিয়ে ফুল না দেখতে গেলে যেমন লাগে, স্টেডিয়ামে দর্শক না থাকায় সেরকমই অনুভূতি হচ্ছে।’ আমি মাঠেই নিজেকে প্রমাণ করি, দেশের হয়ে শততম গোল করে বললেন রোনাল্ডো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2020 02:09 PM (IST)
করোনা আবহে ক্লাব ফুটবলের মতোই আন্তর্জাতিক ফুটবলও চলছে দর্শকশূন্য মাঠে। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন রোনাল্ডো।
ছবি সৌজন্যে ট্যুইটার
স্টকহোম: এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করছেন। ক্লাব ফুটবলে তো বটেই, দেশের হয়েও একইরকম চোখধাঁধানো পারফরম্যান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগালের হয়ে তাঁর একশোর বেশি গোল হয়ে গেল। গতকাল ভারতীয় সময়ে গভীর রাতে সুইডেনের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের ম্যাচে জোড়া গোল করে পর্তুগালকে জিতিয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একশোর বেশি গোল করলেন এই মহাতারকা। এর আগে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে এই নজির গড়েন ইরানের আলি দেই। তাঁর মোট গোল ১০৯, যা ছাপিয়ে যাওয়া রোনাল্ডোর পক্ষে বোধহয় কঠিন হবে না।