সুইডেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রোনাল্ডো যে দু’টি গোল করেছেন, তা দেখে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। বিশেষ করে ফ্রি-কিক থেকে করা চমকপ্রদ গোলটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই পারফরম্যান্সের পর রোনাল্ডো বলছেন, ‘আমি কারও কথায় কান দিই না। যে কেউ মতামত প্রকাশ করতেই পারে। আমি জানি, এই স্টেডিয়ামে (ফ্রেন্ডস এরিনা) এর আগেও ভাল পারফরম্যান্স দেখিয়েছি, যদি খেলি, তাহলে ফের ছাপ ফেলব। আমি কারও প্ররোচনায় পা দিই না। আমার কেরিয়ারই আমার হয়ে কথা বলে। আমার কারও কাছে নিজেকে প্রমাণ করার নেই। আর যদি প্রমাণ করতেই হয়, তাহলে সেটা মাঠে করি।’
নিজের শততম গোল প্রসঙ্গে এই ফুটবলার বলছেন, ‘আমি খুব খুশি। কারণ, প্রথমত, দল জিতেছে, যেটা আমাদের লক্ষ্য ছিল। দ্বিতীয়ত, আমি ১০০ ও ১০১ নম্বর গোল করলাম। এই দুটো গোল করে আমি খুব খুশি।’
করোনা আবহে ক্লাব ফুটবলের মতোই আন্তর্জাতিক ফুটবলও চলছে দর্শকশূন্য মাঠে। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন রোনাল্ডো। তাঁর মন্তব্য, ‘দর্শক ছাড়া খেলা ক্লাউনবিহীন সার্কাসের মতো। বাগানে গিয়ে ফুল না দেখতে গেলে যেমন লাগে, স্টেডিয়ামে দর্শক না থাকায় সেরকমই অনুভূতি হচ্ছে।’