নয়াদিল্লি: রামেশ্বরমের কাছ থেকে মোট ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে (23 Indian Fishermen Arrested) গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা (Sri Lankan Navy)। রামেশ্বরম মৎস্যজীবী সমিতির দাবি, পক প্রণালীত ডেফট দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরতে গিয়েছিলেন ওই ২৩ জন। সমিতির কথায়, 'শ্রীলঙ্কার নৌসেনা এসে রামেশ্বরম থেকে ২৩ জনকে ধরে নিয়ে যায়। তদন্তের জন্য জাফনার ম্যালতি নৌসেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।'


খুঁটিনাটি...
গত মাসে, ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌসেনা। চোরাচালান করে এমন ২টি ভারতীয় ট্রলারও ধরা হয় বলে অভিযোগ। মন্নরে তলপড়ু পিয়েরে নিয়ে আসা হয়েছিল ধৃত মৎস্যজীবী ও ট্রলারদুটিকে। শ্রীলঙ্কার নৌসেনা যে ভাবে একের পর এক ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করছে, তা কেন্দ্রের পাশাপাশি তামিলনাড়ু সরকারের রক্তচাপও বাড়িয়েছে। গত বছর, জুলাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে যখন ভারত সফরে এলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়টি নিয়ে কথাও হয়েছিল বলে সূত্রের খবর। তার পরও তা থামছে কই? তবে শুধু শ্রীলঙ্কা নয়। এর আগে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতেও গ্রেফতার হয়েছিলেন একাধিক ভারতীয় মৎস্যজীবী। ২০২০ সালের ডিসেম্বর মাসেই যেমন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র হাতে গ্রেফতার হন ১৭ জন ভারতীয় মত্‍স্যজীবী। আটক হয় একটি ভারতীয় ট্রলার। তবে ট্রলারটি আদৌ প্রতিবেশী দেশের জলসীমায় ঢুকেছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।


বিজিবি-র হাতে...
মত্‍স্যজীবী সংগঠন সূত্রে সে বার খবর মিলেছিল, "এফবি শিবানী" নামে ট্রলারটি ১৭ জন মত্‍স্যজীবীকে নিয়ে কাকদ্বীপ থেকে রওনা দেয়। পরদিনই, অর্থাত্‍ সোমবার, ট্রলারটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। গ্রেফতার করা হয় ট্রলারে থাকা সকল ভারতীয় মত্‍স্যজীবীকে। তাঁদের তুলে দেওয়া হয় বাংলাদেশের মোংলা পোর্ট থানার পুলিশের হাতে। মত্‍স্যজীবী সংগঠন সূত্রে খবর, মাঝ সমুদ্রে সম্ভবত, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ভারতীয় জলসীমানার মধ্যেই ট্রলারটি ভাসছিল। সেই সময় পূর্ব দিকে স্রোত থাকায় ট্রলারটি বাংলাদেশের দিকে ভেসে যেতে থাকে। তারপরই ট্রলারটি আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এই ঘটনায় আতঙ্কিত মত্‍স্যজীবীদের পরিজনরা। ভারতীয় মত্‍স্যজীবীদের দেশে ফেরাতে পদক্ষেপের জন্য সরকারের কাছে আবেদনও জানায় মত্‍স্যজীবী সংগঠনগুলি। 


আরও পড়ুন:ISI-র হয়ে চরবৃত্তির অভিযোগ, মস্কোয় ভারতীয় দূতাবাসের কর্মীকে গ্রেফতার উত্তরপ্রদেশ ATS-র