SSC Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশন (SSC) অর্থাৎ এসএসসি কর্তৃপক্ষ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর (SI) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (CAPF) পরীক্ষার জন্য নোটিফিকেশন লঞ্চ করতে চলেছে আগামী ২২ জুলাই। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in - এ এই নোটিফিকেশন প্রকাশিত হবে। এর আগে শোনা গিয়েছিল, এই নোটিফিকেশন প্রকাশ হবে ২০ জুলাই। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক কারণে পরিবর্তন হয়েছে তারিখ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে। 


আজই শেষ হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের আরও একটি নিয়োগের জন্য আবেদনের সময় 


স্টাফ সিলেকশন কমিশনের ২০২৩ নিয়োগের (SSC MTS Recruitment 2023) বিজ্ঞপ্তিতে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (CBIC & CBN) পদে নিয়োগের কথা বলা হয়েছে। আজ অর্থাৎ ২১ জুলাই আবেদনের শেষ দিন। রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হওয়ার পর প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে। সেপ্টেম্বরে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।


ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ


ইউসিআইএল অর্থাৎ ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও অন্যান্য পদেও রয়েছে চাকরির সুযোগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অগস্ট। ucil.gov.in এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। গ্রুপ এ এবং গ্রুপ বি- এর ইরিখে ১২২টি শূন্যপদ রয়েছে। General (UR), EWS, OBC (NCL)- এই ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। SC/ST/PwBD/Female ক্যাটেগরির প্রার্থীদের অ্যালিকেশন ফি মকুব করা হয়েছে। 


পড়শি রাজ্যে চাকরির সুযোগ


ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার- সহ একাধিক পদে নিয়োগ করা হবে। ২৫ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অগস্ট। প্রাথমিক স্তরের পরীক্ষা হবে ৭ অক্টোবর। মোট ৬০৮টি শূন্যপদ রয়েছে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হলে তিনি এই চাকরির জন্য আবেদন জমা দিতে পারবেন। এই চাকরি সংক্রান্ত আরও তথ্য বিশদে জানতে পারবেন tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে।


আরও পড়ুন- ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI