পটনা: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল সুশান্ত সিং রাজপুতের পরিবার। তারা বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে শীর্ষ আদালতের রায় বেরনোর পর ধন্যবাদ জানিয়ে বলেছে, আমরা আমাদের দেশকে আগের চেয়ে অনেক বেশি ভালবাসি।
তরতাজা বলিউড অভিনেতার অকালমৃত্যু নিয়ে বিহারের পটনায় দায়ের হওয়া এফআইআরকে বৈধ বলে জানিয়ে সর্বোচ্চ আদালত বুধবার মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
তার প্রতিক্রিয়ায় সুশান্তের পরিবারের তরফে পটনায় বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমরা সুশান্তের পরিবার আমাদের সব শুভানুধ্যায়ী, বন্ধু, মিডিয়া ও দুনিয়াব্যাপী ওঁর অসংখ্য অনুগামীকে ধন্যবাদ জানাই সুশান্তের প্রতি ভালবাসা ও আমাদের পাশে থাকায়। বিশেষত, ধন্যবাদ জানাই বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে, ন্যয়বিচারের চাকাটাকে গড়িয়ে দেওয়ার জন্য। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা মামলার ভার হাতে নেওয়ায় এই ঘৃণ্য অপরাধে জড়িত সবাইকে উপযুক্ত বিচারের মাধ্যমে সাজা দেওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। প্রতিষ্ঠানের ওপর জনসাধারণের আস্থা, ভরসা থাকা গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। আজকের অগ্রগতির ফলে একটা সজীব গণতন্ত্র হিসাবে ভারতের ওপর আমাদের বিশ্বাস, আস্থা ফের প্রতিষ্ঠিত, জোরদার হল। আগের চেয়ে আমাদের দেশকে আরও ভালবাসি আমরা।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায়ের এক সদস্যের বেঞ্চ আজকের রায়ে আরও বলেছে, বিহার সরকারের মামলাটি সিবিআইয়ের হাতে পাঠানোর সুপারিশ করার বৈধতা, এক্তিয়ার আছে। শীর্ষ আদালত এই মামলায় এখনও পর্যন্ত সংগৃহীত যাবতীয় তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দিতেও মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্র আদেশটি চ্য়ালেঞ্জ করার অপশন প্রত্যাখ্যান করেছে বলেও জানান বিচারপতি রায়।
প্রসঙ্গত, কেন্দ্র পটনা থেকে তদন্ত স্থানান্তরের বিহার সরকারের সুপারিশ মেনে নেওয়ার পর সুশান্তের রহস্যজনক মৃত্যু নিয়ে রিয়া চক্রবর্তী ও আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
CBI Investigation in SSR Death Case: সিবিআইকে তদন্ত ভার: ঘৃণ্য অপরাধে জড়িত সবাই উপযুক্ত সাজা পাবে, বিশ্বাস করি, বলল সুশান্তের পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 06:36 PM (IST)
Supreme Court Verdict on SSR Death Case: আজকের অগ্রগতির ফলে একটা সজীব গণতন্ত্র হিসাবে ভারতের ওপর আমাদের বিশ্বাস, আস্থা ফের প্রতিষ্ঠিত, জোরদার হল। আগের চেয়ে আমাদের দেশকে আরও ভালবাসি আমরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -