পূর্ব মেদিনীপুর: আনন্দ বদলে গেল বিষাদে!! বন্ধুদের সঙ্গে দিঘায় সমুদ্র-স্নানে নেমে তলিয়ে গেল এক বন্ধু। দুর্গাপুরের বাড়িতে উৎকণ্ঠায় পরিবার।
পুলিশের সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দিঘায় পৌঁছন এনআরএস-এর দ্বিতীয় বর্ষের চার পড়ুয়া। দু’জন ছাত্র ও দু’জন ছাত্রী। দুপুরে সমুদ্রে স্নান করতে নামেন চার জনেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্নান করার সময়, হঠাত্ই তলিয়ে যান দুই ছাত্র। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একজনকে উদ্ধার করা গেলেও, নিখোঁজ হয়ে যান সুজয় দে নামে এক ছাত্র। লাগাতার তল্লাশি চললেও, সুজয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।
সুজয়ের বাড়ি দুর্গাপুরে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই উৎকণ্ঠায় পরিবার। পারিবারিক কাজে দিল্লি গেলেও খবর পেয়ে সেখান থেকে দিঘা রওনা হয়েছেন বাবা ও দাদা। দুর্গাপুর থেকে দিঘায় পৌঁছেছেন কয়েকজন আত্মীয়।
পুলিশের দাবি, অনেকসময় দিঘা উপকূলে তলিয়ে যাওয়া দেহ ভেসে ওঠে ওড়িশা উপকূলেও। তাই ওড়িশার উপকূলবর্তী থানার সঙ্গেও যোগাযোগ রাখছে দিঘা থানা।
দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত এনআরএস ছাত্র, নিখোঁজ সহপাঠী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2017 07:43 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -