ইসলামপুরে লরি ও ট্রেলারের সংঘর্ষে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2017 08:41 AM (IST)
ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। লরি ও ট্রেলারের সংঘর্ষে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ জাতীয় সড়ক। ভোর ৪টে নাগাদ হাটগা এলাকায় একটি সেতুর উপর শিলিগুড়িগামী একটি লরির পিছনের চাকা ফেটে যায়। সেইসময় উল্টোদিক থেকে আসা রায়গঞ্জগামী একটি ট্রেলারের সঙ্গে লরিটির সংঘর্ষ হয়।দুর্ঘটনার জেরে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক। দুটি লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর ক্রেনের সাহায্যে লরি ও ট্রেলারটিকে সরিয়ে নেওয়া সম্ভব হলে, ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।