কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গের দুই পরিবারকে এক বন্ধনীতে এনে দিল বিহারের মাওবাদী নাশকতা।আইইডি বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন দুই বাঙালি জওয়ান।
কলেজে পড়তে পড়তেই সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের তপনের পলাশ মণ্ডল। প্রতিদিন সকালে নিয়ম করে বাড়িতে ফোন করতেন পলাশ। কিন্তু মঙ্গলবার সকালে ফোন আসেনি। দুশ্চিন্তার প্রহর গুণতে গুণতেই দুঃসংবাদটা পৌঁছয় পরিবারের কাছে।
পলাশেরই সমবয়সী নদিয়ার চাপড়ার দীপক ঘোষ।ছোটবেলা থেকেই ফৌজে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। মাধ্যমিক পাশ করার পর ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ-সেবায়।
বছর দেড়েক আগে সংসার পেতেছিলেন। কিন্তু মাওবাদী হামলায় এলোমেলো হয়ে গেল সব স্বপ্ন.।
দু’জনই প্রতিবেশীদের কাছে ছিলেন প্রিয়পাত্র.....পরোপকারী।
পলাশ ও দীপককে হারিয়ে শোকে পাথর তপন ও চাপড়ার মানুষ। ঘরের ছেলের কফিনবন্দি দেহের অপেক্ষায় দুই পরিবার
বিহারে মাওবাদী হানায় হতদের মধ্যে রাজ্যের দুই জওয়ান, দেহের অপেক্ষায় পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2016 03:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -