বাড়িতে পাইপ লাইনে পৌঁছবে গ্যাস, প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2016 02:03 PM (IST)
কলকাতা: সিলিন্ডারে রান্নার গ্যাস বাড়ন্ত, অথচ সময়ে ডেলিভারি হচ্ছে না? নাকি এলপিজি সংযোগ নিতে গিয়ে নথি সংক্রান্ত সমস্যায় জেরবার? সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। এবার পাইপ লাইনে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন নিজের চেম্বারে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে নিজস্ব গ্যাস পরিষেবা চালুর ঘোষণা করেন তিনি। এই প্রকল্পের জন্য গ্রেটার ক্যালকাটা গ্যাস কর্পোরেশনকে পুনরুজ্জীবন করা হবে। আগামী ২ বছরের মধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হবে। ৩ বছরের মধ্যে চালু হবে পরিষেবা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতার পাশাপাশি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমান পর্যন্ত পৌঁছবে এই সরকারি গ্যাসের পাইপ লাইন। মানুষের সুবিধার কথা ভেবেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, নিজস্ব গ্যাস পরিষেবা চালু করলে, একদিকে যেমন রাজ্য সরকারের আয় বাড়বে, তেমনি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি হাসি ফুটবে বাংলার গৃহস্থের মুখে।