দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: বারুইপুরে গৃহবধূকে পিটিয়ে, বিষ খাইয়ে খুনের অভিযোগ। আটক স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। তিলজলায় গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার স্বামী।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বছর সাতাশের গৃহবধূ নমিতা নস্করকে বিষ খাইয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
বছর সাতেকের ছোট্ট ছেলের চোখে এখনও ভাসছে শুক্রবার রাতের সেই মুহূর্তটা-- মায়ের কষ্টের সেই মুহূর্তগুলো। সে বলে, বাবা মাকে মারছিল, মাকে জল খাওয়াচ্ছে, মা তখন বমি করছে।
নমিতার বাপের বাড়ির দাবি, শনিবার তাঁর অসুস্থতার কথা বলে, হাসপাতালে যেতে বলেছিল শ্বশুরবাড়ির লোকজন। সেখানে গিয়েই মেয়ের দেহ দেখেন নমিতার মা-বাবা। ঘটনায় নমিতার স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ।
একই রকম অভিজ্ঞতা হয়েছে তিলজলার নাজিয়া আবদুল্লার পরিবারেরও। তবে শুক্রবার চিত্তরঞ্জন হাসপাতালের গিয়ে তাঁরা দেখেন নাজিয়ার দ্বগ্ধ দেহ। অভিযোগ, বছর বাইশের এই তরুণীকে পুড়িয়ে মেরেছে স্বামী ও তার বাড়ির অন্যান্যরা।
এক্ষেত্রেও স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তদের শাস্তি চেয়ে শনিবার সকালে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ অবরোধ করেন নাজিয়ার পরিজনরা।
স্ত্রীকে খুনের অভিযোগে এদিনই আফাক আবদুল্লাকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। মাকে হারিয়ে এখন অথৈ জলে নাজিয়ার দুই সন্তান। এক জনের বয়স মাত্র ছ’মাস।