মেয়ের ওপর অত্যাচার, রাগে জামাইকে পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার শ্বশুর
ABP Ananda, web desk | 15 Oct 2016 01:53 PM (IST)
বর্ধমান: জামাইকে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগে গ্রেফতার শ্বশুর। বর্ধমানের মেমারি থানার বাগিলা এলাকার ঘটনা। পাথর ছোড়ার কথা স্বীকার ধৃতের। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মেয়ের ওপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরেই তিনি জামাইকে পাথর ছুড়েছেন। বুধবার রাতে বাগিলার সরকারি চাল গুদামের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় জামাই অশোক ক্ষেত্রপালের রক্তাক্ত দেহ। পুলিশি তদন্ত শুরু হওয়ায় ভয় পেয়ে যান শ্বশুর স্বপন মালিক। গ্রামের কয়েকজনের কাছে গিয়ে অপরাধের কথা স্বীকার করেন তিনি। তাঁরাই পুলিশে খবর দেন। এরপর স্বপনকে গ্রেফতার করে পুলিশ।