কলকাতা ও উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় ফের ডেঙ্গির বলি। বসিরহাট জেলা হাসপাতালে মৃত্যু শিশুর। দেগঙ্গা, বারাসাত এবং অশোকনগরে অজানা জ্বরে ৪ জনের মৃত্যু। ডেঙ্গিতে মৃত্যু দক্ষিণ কলকাতার চেতলায়।
বসিরহাট থেকে দেগঙ্গা, বারাসাত থেকে অশোকনগর-- উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি এবং অজানা জ্বরের প্রকোপ! মৃত্যু এক শিশু-সহ ৫ জনের!
মঙ্গলবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে, মৃত্যু হয় ৫ বছরের গোলাম মুস্তাফা গাজির। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ ডেথ সার্টিফিকেটে।
মৃত শিশুর পরিবারের দাবি, ৪ দিন আগে জ্বরে আক্রান্ত ওই শিশুকে ভর্তি করা হয় বসিরহাট জেলা হাসপাতালে। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, বাড়ি ফিরে আবার অসুস্থ হয়ে পড়ে। ফের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
মঙ্গলবার বিকেলেই, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেলপুর-পূর্ব পাড়ার বাসিন্দা মুস্তাকিন মণ্ডলের মৃত্যু হয় আর জি কর হাসপাতালে। অজানা জ্বরে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। দেগঙ্গারই দক্ষিণ কলসুর গ্রামের শ্যামলী কাহারের মৃত্যুতেও অজানা জ্বরকে দায়ী করেছে পরিবার।
অজানা জ্বরের আতঙ্ক উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতেও। বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডের চন্দনপুরের বাসিন্দা মতিয়ার রহমান নামে এক যুবক মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাকলি রায়ের মৃত্যুতেও দায়ী করা হয়েছে অজানা জ্বরকে।
উত্তর ২৪ পরগনার পাশাপাশি, কলকাতাতেও ছড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ। এদিন চেতলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রের।
জানা গিয়েছে, জ্বর নিয়ে চিত্তরঞ্জন সেবা সদনে ভর্তি হয় প্রীতম হালদার নামে ওই কিশোর। আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় প্রীতমের।
ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যুর উল্লেখ। এর আগে, বিজয়গড়ের পল্লিশ্রীতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। মৃতের নাম আবির্ভাব মজুমদার। মঙ্গলবার জ্বর নিয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সাউথ পয়েন্টের ওই ছাত্র। শনিবার তার মৃত্যু হয়।
ডেঙ্গি: উত্তর ২৪ পরগনায় মৃত শিশু, কলকাতায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2017 09:57 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -