জলপাইগুড়ি ও বেলদা: দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মহিলার মৃত্যু। মর্মান্তিক ২ ঘটনার একটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে এবং অপরটি পশ্চিম মেদিনীপুরের বেলদায়। দুই অঞ্চলে শোকের ছায়া।


বুধবার দুপুর ১টা নাগাদ ধূপগুড়ির টুডুয়া নদীতে দুই সন্তানকে নিয়ে স্নান করতে যান নুরিমা খাতুন নামে এক মহিলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর পাড়ে বিদ্যুতের হাই টেনশন তার ছিঁড়ে পড়েছিল। সেই তারে হাত দিয়ে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক শিশু। তাকে বাচাঁতে পারলেও তারে জড়িয়ে যান মহিলা। পরে স্থানীয় ব্যক্তিরা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যদিকে, বেলদা থানার গুড়দলা গ্রামেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম সীমা জিৎ। বুধবার সকালে বাড়িতে ফ্যানের সুইচে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।