কলকাতা: ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপ। ক্রমেই শক্তি সঞ্চয় করছে সে। আরও সক্রিয় মৌসুমি বায়ু।
এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়ায়। পাশাপাশি, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে জলস্তর বাড়বে দামোদর, অজয়, ময়ূরাক্ষী ও কংবাসতীতে।
সমুদ্র উত্তাল থাকার জন্য আগামী ২৪ ঘণ্টায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এরই মধ্যে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ বেশ কয়েকজন মৎস্যজীবী। নিখোঁজদের অধিকাংশই কাকদ্বীপের বাসিন্দা।
তিন দিন আগে সমুদ্রে যান ওই মৎস্যজীবীরা। মঙ্গলবার সকাল থেকে ৬-৭ টি ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকাজ শুরু করার পর বেলার দিকে কয়েকটি ট্রলারের খোঁজ পাওয়া যায়। উদ্ধার করা হয় ১৬ জনকে। তবে এখনও যোগাযোগ করা যায়নি কয়েকটি ট্রলারের সঙ্গে। খোঁজ নেই কয়েকজন মত্স্যজীবীর।
উপকূলরক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি চালালেও খারাপ আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
ঘূর্ণাবর্ত পরিণত নিম্নচাপে, বঙ্গোপসাগরে নিখোঁজ কাকদ্বীপের ২১ জন মৎস্যজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2016 02:52 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -