কলকাতা: কোভিডে কেউ মারা গেলে নদীতে দেহ ভাসিয়ে দেওয়া হয়। ফের বিজেপিকে নিশানা মমতার। আজ, ২১ জুলাইয়ে তৃণমূলের ভার্চুয়াল শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে নদীতে দেহ ভাসিয়ে দেওয়া হয়। কখনও বিহার, কখনও বাংলা সেই দেহ তুলে সসম্মানে দেহ সৎকার করেছে। তার উপর প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। একইসঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্র ব্যর্থ বলেও আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন,  "করোনা মোকাবিলায় কেন্দ্রের মনুমেন্টাল ফেলিওর। নিত্যযাত্রীর মতো বাংলায় এসেছেন।  ঠিকভাবে নিয়ন্ত্রিত হলে, কোভিডের দ্বিতীয় ঢেউ আসত না।"


যমুনায় ভাসছে একের পর এক অর্ধদগ্ধ মৃতদেহ। গঙ্গায় মৃতদেহের স্তূপ। কোনওটা আধপোড়া, কোনও দেহে পচন ধরেছে। আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কুকুর। মৃতদেহের উপরে বসে। কখনও আবার গঙ্গার চরে পুঁতে দেওয়া হচ্ছে সার সার দেহ। যা দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা। শিউরে ওঠা, হাড় হিম করা, লজ্জায় মুখ ঢাকা এই ছবি দেখা গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই। চলতি বছর মে মাসে উত্তরপ্রদেশ, বিহারে গঙ্গা এবং যমুনার মৃতদেহ ভাসায় চাঞ্চল্য ছড়ায় দেশজুড়েই। এদিকে সেই সময় উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন রাজ্যে ভয়াবহতা নেই। 


তবে শুধু বিহার বা উত্তরপ্রদেশেই নয়। জলের তোড়ে দেহ ভেসে আসে এরাজ্যেও। গত ৫ জুন করোনা আবহে গঙ্গায় মৃতদেহ ভেসে আসে মালদার ভূতনিতে। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, "কোভিড বিধি মেনেই শেষকৃত্য হচ্ছে, অন্য রাজ্য থেকে আসার সম্ভাবনা বেশি।" মৃতদেহ সসম্মানে সৎকার করা হচ্ছে না বলেও আগও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী। এদিন কালীঘাট থেকে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে করোনা থেকে ভ্যাকসিন ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যাপাধ্যায়। তিনি বলেন, "করোনার তৃতীয় ঢেউ নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই বিজেপির। বাজার থেকে আমরা ভ্যাকসিন কিনতে পারছি না। এভাবে ভ্যাকসিন দিলে কত বছরে শেষ হবে কে জানে।"