কলকাতা: লরির সঙ্গে রেষারেষি করতে গিয়ে, হাওড়ার বাগনানে নয়ানজুলিতে পড়ে গেল বাস। আহত ২৫। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গড়িয়া থেকে পূর্ব মেদিনীপুরের হিজলিতে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। সকাল সাড়ে ৬টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রেষারেষি করতে গিয়ে, একটি লরিকে পিছন থেকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। স্থানীয়রাই আহত যাত্রীদের উদ্ধার করেন।


অন্যদিকে, নদিয়ার হবিবপুরে সাইকেলের পিছনে বেপরোয়া লরির ধাক্কা। মৃত মাছ ব্যবসায়ী। ভোর সাড়ে ৫টা নাগাদ হবিবপুর বাজারের কাছেই ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী লরিটি পিছন থেকে মাছ ব্যবসায়ী রাজেশ দাসের সাইকেলে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক লরির চালক পলাতক।